এই ক্যাচ নিয়েই উচ্ছ্বসিত ক্রিকেট মহল। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।
শুরু হয়ে গিয়েছে ২২ গজের বিশ্বযুদ্ধ। সেরার সেরা হওয়ার সেই লড়াইয়ে নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে সব দল। সেই লড়াইয়ে বৃহস্পতিবার টেন্টিব্রিজে ক্যারিবিয়ানদের মুখে পড়েছিলেন গতবারের বিশ্বজয়ীরা। টানটান লড়াইয়ের সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারিয়েছে পাঁচ বারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ক্যারিবিয়ান ক্রিকেটার শেলডন কটরেলের নেওয়া বাউন্ডারি লাইনের একটি ক্যাচ। যে অসাধারণ ক্যাচের সুবাদে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে স্টিভ স্মিথকে।
তখন ব্যাট করছিল অস্ট্রেলিয়া। ক্রিজে তখন স্টিভ স্মিথ। বল করছেন ওশেন থমাস। সেই ওভারের দ্বিতীয় বলে লেগ সাইডে তুলে মারলেন স্মিথ। স্মিথের সেই ফ্লিক শট যখন বাউন্ডারি পেরোবে, ঠিক সেই সময় ছুটে এলেন শেলডন। বা বলা ভাল উড়ে এলেন তিনি। বাজপাখির মতো ছোঁ মেরে বলকে আটকালেন বাউন্ডারির বাইরে যাওয়া থেকে। তারপর দৌঁড়ে গিয়ে হাওয়ায় ভেসে থাকা সেই বল লুফে নিলেন।
শেলডনের এই ফিল্ডিংয়ে চমকে গেলেন স্মিথকে। আর ক্যারিবিয়ান শিবিরে তখন আনন্দের উল্লাস। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে অস্ট্রেলিয়া ২৮৮ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ২৭৩ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৫ রানে ম্যাচ হারলেও উড়ন্ত ভঙ্গিতে স্মিথের ওই ক্যাচ নিয়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে কিন্তু শেলডনই।
দেখুন সেই ক্যাচের ভিডিয়ো-
Sheldon Cottrell, we salute you! Is this the best catch of #CWC19 so far?https://t.co/yZopBE5vAh
— Cricket World Cup (@cricketworldcup) June 6, 2019
আরও পড়ুন: স্ট্রেট গেমে হেরে অস্ট্রেলীয় ওপেন থেকে বিদায় সিন্ধুর
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy