ICC World Cup 2019: Pakistan's Playing XI Against India dgtl
ICC World Cup 2019
আমিরদের গতির সঙ্গে দুই স্পিনারের ঘূর্ণিতে ভরসা রাখল পাকিস্তান
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচটি জিততে মরিয়া পাকিস্তান। চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনালে ভারতকে হারনোর পর আজকে ম্যাচ নিয়ে তাই আত্মবিশ্বাসী পাকিস্তান। দেখে নিন আজকের ম্যাচে পাকিস্তানের প্রথম একাদশ।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১৬ জুন ২০১৯ ১৫:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচটি জিততে মরিয়া পাকিস্তান। চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনালে ভারতকে হারনোর পর আজকে ম্যাচ নিয়ে তাই আত্মবিশ্বাসী পাকিস্তান। দেখে নিন আজকের ম্যাচে পাকিস্তানের প্রথম একাদশ।
০২১২
ইমাম-উল-হক: পাকিস্তানের বিশ্বস্ত ওপেনার। বিশ্বকাপে পাকিস্তানের হয়ে ভালই ব্যাট করে চলেছেন এই বাঁ-হাতি। আজকের ম্যাচে তাঁর পারফরম্যান্স কেমন হয় সে দিকেই তাকিয়ে পাক শিবির।
০৩১২
ফখর জামান: এই বাঁ-হাতি ওপেনার পাক দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ। তাঁর একটা মারকাটারি ইনিংস পাকিস্তানকে রানের পাহাড়ে পৌঁছে দিতে পারে। ভারতকে বড় রানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে বা রান তাড়া করার ক্ষেত্রে পাক শিবির তাকিয়ে থাকবে তাঁর ব্যাটের দিকেই।
০৪১২
বাবর আজম: দলে এখনও বিশেষ ছাপ ফেলতে পারেননি। তবে অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। আজকের ম্যাচে তাঁর ব্যাট কেমন চলে সেটাই দেখার।
০৫১২
মহম্মদ হাফিজ: পাকিস্তানের অন্যতম অল রাউন্ডার। ব্যাট-বলে পাকিস্তানের অন্যতম শক্তি অভিজ্ঞ হাফিজ। বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যান অফ দ্য ম্যাচ হন। দল চাপে পড়লে ম্যাচ বের করতে হাফিজের জুড়ি মেলা ভার।
০৬১২
সরফরাজ আহমেদ: কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর পাকিস্তানের অধিনায়কের ফিটনেস নিয়ে তুমুল কটাক্ষ ছুড়ে দেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। তবে আজকের ম্যাচে পাকিস্তানের মিডল অর্ডার অনেকাংশই নির্ভর করবে এই উইকেটকিপার-ব্যাটসম্যানের উপরই।
০৭১২
শোয়েব মালিক: দলের সবথেকে অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য অলরাউন্ডার। ব্যাট হাতে তিনি যে কোনও মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। বল হাতেও বিপক্ষকে নাস্তানাবুদ করতে সক্ষম। আজকের ম্যাচে মালিকের পারফরম্যান্স অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে পাকিস্তানের ম্যাচ জেতার ক্ষেত্রে।
০৮১২
ইমাদ ওয়াসম: আসিফ আলির বদলে ইমাদ ওয়াসিম জায়গা করে নিয়েছেন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম একাদশে। এবার দেখার বিষয় অধিনায়ক সরফরাজের এই সিদ্ধান্তের উপর তিনি সুবিচার করতে পারেন কি না।
০৯১২
ওয়াহাব রিয়াজ: পাকিস্তানের সুইং ব্রিগেডের অন্যতম অস্ত্র। ইংল্যান্ডের মাটিতে রিয়াজের বিষাক্ত সুইং বিপক্ষের ব্যাটিং লাইনআপ তছনছ করে দিয়েছে বারবার। ইনসুইং এবং আউটসুইংয়ে ভারতীয় ব্যাটসম্যানদের অসুবিধায় ফেলতে পারেন রিয়াজ।
১০১২
হাসান আলি: পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম অস্ত্র হাসান ভালই বল করছেন বিশ্বকাপে। তিনি আজ কেমন বল করেন সেদিকে তাকিয়ে পাকিস্তান।
১১১২
শাদাব খান: দলের বোলিং লাইনআপের অন্যতম অস্ত্র। মোক্ষম সময়ে উইকেট নিয়ে বিপক্ষকে চাপে ফেলতে দলের অন্যতম ভরসা। এছাড়াও ব্যাট হাতেও তিনি বেশ স্বছন্দ।
১২১২
মহম্মদ আমির: দলের পেস আক্রমণের মূল অস্ত্র আমির। গতি এবং সুইংয়ের মেলবন্ধনে বিপক্ষের ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দিতে পারেন এই পেসার। পাক শিবিরের ‘পাওয়ার হাউস’ আমির কি পারবেন রোহিত, বিরাটদের পরাস্ত করতে। সেইদিকেই তাকিয়ে সরফরাজরা।