Advertisement
০৫ নভেম্বর ২০২৪
ICC World Cup 2019

ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-নিউজিল্যান্ড ধুন্ধুমার, বন্ধ রাখা হল আকাশপথ

আইসিসি আশ্বাস দেয়, ম্যাঞ্চেস্টারের সেমিফাইনালের জন্য চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। সেই মতোই ওল্ড ট্র্যাফোর্ডের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়।

ওল্ড ট্র্যাফোর্ডে নিরাপত্তার বজ্রআঁটুনি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ থেকে।

ওল্ড ট্র্যাফোর্ডে নিরাপত্তার বজ্রআঁটুনি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ থেকে।

সংবাদ সংস্থা,
ম্যাঞ্চেস্টার শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৯ ১৫:২৪
Share: Save:

ওল্ড ট্র্যাফোর্ডে ধুন্ধুমার। ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালের জন্য ওল্ড ট্র্যাফোর্ডের আকাশপথ বন্ধ করে দেওয়া হল। ঘটনার সূত্রপাত, শনিবারের ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। হেডিংলের আকাশে সে দিন একটি বিমানকে একাধিকবার চক্কর মারতে দেখা গিয়েছিল। সেই বিমানের লেজের দিক থেকে উড়ছিল একটি ব্যানার। তাতে লেখা ‘জাস্টিস ফর কাশ্মীর’।

ভারত-শ্রীলঙ্কা ম্যাচ চলে যায় পিছনের সারিতে। রোহিত শর্মার পাঁচটি সেঞ্চুরিও চাপা পড়ে যায় রাজনৈতিক উস্কানিমূলক স্লোগানের কাছে। এই ঘটনার পরেই লন্ডনে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আইসিসি-কেও পুরো ঘটনা জানানো হয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে আইসিসি-র কাছে যে চিঠি পাঠানো হয়, তাতে ক্রিকেটারদের শুধু নিরাপত্তা নয়, সমর্থকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
আইসিসি-কে দর্শকদের সুরক্ষার কথাও ভাবতে হবে, এই মর্মে চিঠি পাঠানো হয়েছিল আইসিসি-র কাছে। ভারতের নালিশ জানানোর পরেই কাজ হয়। আইসিসি আশ্বাস দেয়, ম্যাঞ্চেস্টারের সেমিফাইনালের জন্য চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। সেই মতোই ওল্ড ট্র্যাফোর্ডের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন: ফিরলেন চহাল, ম্যাঞ্চেস্টারে টসে হেরে ফিল্ডিং করছে ভারত

শুধুমাত্র ভারত-শ্রীলঙ্কা ম্যাচে নয়, হেডিংলেতে অনুষ্ঠিত আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচের দিনেও রাজনৈতিক উস্কানিমূলক স্লোগান নিয়ে উড়তে দেখা গিয়েছিল একটি বিমানকে। স্লোগানটি ছিল, বালুচিস্তানের জন্য সুবিচার চাই। সেই ম্যাচে দু’ দেশের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল। দু’জন সমর্থককে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। সেমিফাইনালে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই কড়া মনোভাব নেওয়া হল।

আরও পড়ুন: মেঘলা আকাশ, ম্যাঞ্চেস্টারে বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়েই নামছে দুই দল

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE