ICC WORLD CUP 2019, meet Elma Smit female commentator of 2019 worldcup dgtl
elma smit
বিশ্বকাপের মাঠে রোজ তো দেখছেন এই সুন্দরীকে, চেনেন এঁকে ?
২০১৯ বিশ্বকাপে কোহালি, মর্গানদের সঙ্গে পাল্লা দিয়ে মাঠ কাঁপাচ্ছেন ইনিও। অন্যতম সেরা মহিলা ধারাভাষ্যকার হিসেবে প্রশংসাও পেয়েছেন প্রচুর। সুন্দরী, গুণী বছর তেত্রিশের এই ব্যক্তিত্বকে চেনেন আপনি?
শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৯ ১৮:৩৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
২০১৯ বিশ্বকাপে কোহালি, মর্গানদের সঙ্গে পাল্লা দিয়ে মাঠ কাঁপাচ্ছেন ইনিও। অন্যতম সেরা মহিলা ধারাভাষ্যকার হিসেবে প্রশংসাও পেয়েছেন প্রচুর। সুন্দরী, গুণী বছর তেত্রিশের এই ব্যক্তিত্বর নাম এলমা স্মিট।
০২১২
১৯৮৬-এর ৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বেলভিলে শহরে জন্ম হয় এলমা স্মিট-এর।
০৩১২
দক্ষিণ আফ্রিকার স্টেলেনবচ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হয়ে তিনি উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর পাশ করেন।
০৪১২
২০০৭ সালে ‘স্টুডিও ১’ নামক এক জনপ্রিয় লাইভ গানের অনুষ্ঠানে সহ পরিচালক হিসবে তাঁর হাতেখড়ি।
০৫১২
এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। কখনও সাংবাদিকতা, কখনও সঞ্চালনা আবার কখনও বা রেডিও জকি। নানা ধরনের পেশায় বিভিন্ন সময়ে দেখা গেছে তাঁকে।
০৬১২
এক আন্তর্জাতিক টিভি চ্যানেলে রাগবি সঞ্চালক হিসেবেও কাজ করেছেন এলমা। শুধুই কি সঞ্চালনা? বহুমুখী প্রতিভাসম্পন্ন এলমা দক্ষিণ আফ্রিকা রাগবি অ্যাসোসিয়েশন এর মার্কেটিং ম্যানেজার হিসবেও নিযুক্ত হয়েছিলেন।
০৭১২
২০১২ সালে দক্ষিণ আফ্রিকান চ্যানেল কিকনেট-এ জনপ্রিয় ‘ব্রেকফাস্ট শো’ ‘ ড্যাগব্রিক’ -এ সঞ্চালনার দায়ভার তাঁর উপর বর্তায়। আন্তর্জাতিক খ্যাতি পেতে শুরু করেন তবে থেকেই।
০৮১২
চলতি বিশ্বকাপেও রিধিমা পাঠক-এর পাশাপাশি মহিলা ধারাভাষ্যকর হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। কখনও পাকিস্তান সাক্ষাৎকার নিতে দেখা যাচ্ছে তাঁকে, আবার কখনও বা বাইশ গজের উত্তেজনা সরাসরি পৌঁছে দিচ্ছেন সাধারণের কাছে।
০৯১২
ঘুরতে ভালবাসেন এলমা। সাঁতারেও রয়েছে বিশেষ শখ।
১০১২
সাংবাদিক এবং গলফ ধারাভাষ্যকার রিচার্ড মাসপেরোকে বিয়ে করেছেন তিনি।
১১১২
২০১১ সালে রাগবি বিশ্বকাপেও তিনি সঞ্চালনার দায়িত্বে ছিলেন।
১২১২
কুকুর নয়, বিড়াল ভালবাসেন এলমা। পোষ্যকে নিয়ে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট ও করেন তিনি।