Advertisement
২৯ সেপ্টেম্বর ২০২৪

প্রস্তুতির বিবরণ শোনালেন রাহুল

বিশ্বকাপের শুরুতে ওপেনার হিসেবে পরিকল্পনায় ছিলেন না রাহুল। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শতরান করে টিম ম্যানেজমেন্টের ভাবনায় প্রবল ভাবে ঢুকে পড়েন তিনি।

কে এল রাহুল। ছবি: এপি।

কে এল রাহুল। ছবি: এপি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৯ ০৪:২৮
Share: Save:

শনিবার বিশ্বকাপে লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে বিরাট কোহালির ভারত। তার আগে ভারতীয় শিবিরের ভিতরের ছবিটা কী রকম তা স্পষ্ট করলেন ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল।

বিশ্বকাপের শুরুতে ওপেনার হিসেবে পরিকল্পনায় ছিলেন না রাহুল। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শতরান করে টিম ম্যানেজমেন্টের ভাবনায় প্রবল ভাবে ঢুকে পড়েন তিনি। তার পরে দলের নির্ভরযোগ্য ওপেনার শিখর ধওয়ন চোটের কারণে ভারতীয় দলের বাইরে চলে যান। আর তাতেই রোহিত শর্মার সঙ্গে ওপেন করার ভাগ্য খুলে যায় রাহুলের সামনে। পাকিস্তান ম্যাচে রোহিতের সঙ্গে ওপেন করতে নেমে ৫৭ রান করেন কর্নাটকের এই ব্যাটসম্যান। শুক্রবার ভারতীয় দলের অন্দরমহলের হদিশ দিতে গিয়ে রাহুল প্রস্তুতি পর্বের উপরে আলোকপাত করেন। তাঁর কথায়, ‘‘শুরুতে ওয়ার্মআপ হয়। ম্যাচের আগের দিন শুরুতে এটাই করি আমরা। তার পরে ব্যাটিং ও বোলিং ঝালিয়ে নেওয়ার পালা। আমাদের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার আগেই বোর্ডে লিখে দেন, কে কখন নেটে যাবে ব্যাট করতে। কার কী সমস্যা হচ্ছে। কোন জায়গার দুর্বলতা সারাতে বেশি অনুশীলন দরকার।’’

রাহুল নিজেদের প্রস্তুতি সম্পর্কে আর বলেছেন, ‘‘ঠিক একই ভাবে বোলাররাও নিজেদের দুর্বলতা সারায় বা ক্ষুরধার করে বোলিং কোচ বি. অরুণের তত্ত্বাবধানে। বোলিং কোচও বোর্ডে লিখে দেয়, কার জন্য কী বিশেষ অনুশীলন রয়েছে।’’

শুধু ব্য়াটিং বা বোলিং নয়। ফিল্ডিং নিয়েও আলোকপাত করেছেন ভারতীয় দলের এই ওপেনার। তাঁর কথায়, ‘‘ফিল্ডিং কোচ শ্রীধর স্যর, শুরুতে ফিল্ডিংয়ের জন্য আমাদের বিশেষ কিছু ড্রিল করান। প্রতিটি স্টেডিয়ামেই মাঠের সঙ্গে মানিয়ে নিতে আমাদের এই ফিল্ডিংয়ের ড্রিলগুলো করতেই হয়।’’

এর পরেই রাহুল বলেন, ‘‘ফিজিক্যাল ট্রেনার স্যর, আমাদের ট্রেনিং করান। কেউ কেউ তার পরে ম্যাসাজ নেয়। কেউ ফিজিয়োথেরাপিস্টের কাছে চোট সারিয়ে মাঠে ফেরার তালিম নেয়। এ ভাবেই ম্যাচের আগে দলের সব সমস্যা ধাপে ধাপে সারিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয় টিম ইন্ডিয়া।’’

ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে ভারতীয় দলের চিত্র কী রকম থাকে বোঝাতে গিয়ে রাহুল আরও বলেছেন, ‘‘ম্যাচের আগের দিন যতটা পারা যায়, ফুরফুরে মেজাজে থাকি আমরা। তখন মানসিক প্রস্তুতিটা খুব জরুরি। এই সময় আমরা কোনও চাপ ড্রেসিংরুমে ঢুকতে দিই না।’’ এর পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত এই ভিডিয়োতে কোহালিদের ড্রেসিংরুমের ছবি দেখানো হয়। য়েখানে দেখা গিয়েছে উইকেটকিপার মহেন্দ্র সিংহ ধোনি চায়ের কাপ হাতে ঘুরছে। যা দেখিয়ে রাহুল বলেন, ‘‘ম্যাচের আগে ড্রেসিংরুমে ভিড় থাকে। কারণ, সকলেই একই সঙ্গে প্রস্তুতি নেয়। তাই সেটা ক্রিকেটারদের একান্তই নিজস্ব জায়গা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE