Advertisement
২২ জানুয়ারি ২০২৫
ICC Cricket World Cup 2019

বিশ্বকাপে ভারতের সর্বকালের সেরা একাদশে এ বারের দল থেকেই চার জন, বাদ বহু তারকা

কপিল এবং ধোনির নেতৃত্বে কাপ জিতেছে দু’বার। বিশ্বকাপ খেলা ভারতীয়দের মধ্যে থেকে সর্বকালের সেরা একাদশ বাছলে কারা সুযোগ পাবেন সেই দলে? দেখে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৯ ১৫:২২
Share: Save:
০১ ১২
১৯৮৩, ২০১১...। দু’বারের বিশ্বকাপজয়ী ভারত সেমিফাইনাল খেলেছে ৮ বার। বিশ্বকাপের ইতিহাসে ম্যাচ জেতার নিরিখে প্রথম তিনে রয়েছে ভারত। ১৯৭৫ থেকে প্রতি বারই বিশ্বকাপ খেলেছে ভারত। কপিল এবং ধোনির নেতৃত্বে কাপ জিতেছে দু’বার। বিশ্বকাপ খেলা ভারতীয়দের মধ্যে থেকে সর্বকালের সেরা একাদশ বাছলে কারা সুযোগ পাবেন সেই দলে? দেখে নেওয়া যাক।

১৯৮৩, ২০১১...। দু’বারের বিশ্বকাপজয়ী ভারত সেমিফাইনাল খেলেছে ৮ বার। বিশ্বকাপের ইতিহাসে ম্যাচ জেতার নিরিখে প্রথম তিনে রয়েছে ভারত। ১৯৭৫ থেকে প্রতি বারই বিশ্বকাপ খেলেছে ভারত। কপিল এবং ধোনির নেতৃত্বে কাপ জিতেছে দু’বার। বিশ্বকাপ খেলা ভারতীয়দের মধ্যে থেকে সর্বকালের সেরা একাদশ বাছলে কারা সুযোগ পাবেন সেই দলে? দেখে নেওয়া যাক।

০২ ১২
সচিন তেন্ডুককর- ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। রান করার দিক দিয়ে বহু রেকর্ডই তাঁর দখলে। বিশ্বকাপের আসরে রান করেছেন ২২৭৮। ৬টি শতরান এবং ১৫টি অর্ধশতরান তাঁর দখলে। এককালে বাইশ গজকে শাসন করা মাস্টার ব্লাস্টার ছাড়া ভারতের সর্বকালের শ্রেষ্ঠ একাদশ অসম্পূর্ণ রয়ে যায়।

সচিন তেন্ডুককর- ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। রান করার দিক দিয়ে বহু রেকর্ডই তাঁর দখলে। বিশ্বকাপের আসরে রান করেছেন ২২৭৮। ৬টি শতরান এবং ১৫টি অর্ধশতরান তাঁর দখলে। এককালে বাইশ গজকে শাসন করা মাস্টার ব্লাস্টার ছাড়া ভারতের সর্বকালের শ্রেষ্ঠ একাদশ অসম্পূর্ণ রয়ে যায়।

০৩ ১২
রোহিত শর্মা- চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন রোহিত শর্মা। সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় প্রথমে রয়েছেন তিনি। এই বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করে রেকর্ড করেছেন ডানহাতি।

রোহিত শর্মা- চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন রোহিত শর্মা। সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় প্রথমে রয়েছেন তিনি। এই বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করে রেকর্ড করেছেন ডানহাতি।

০৪ ১২
বিরাট কোহালি- ভারতের অধিনায়ক বিরাট কোহালির হাত ধরেই আবার বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে ভারতীয় শিবির। চলতি বিশ্বকাপে রান করেছেন ৪৪২। তার মধ্যে রয়েছে ৫টি হাফ-সেঞ্চুরি। প্রতিটি ম্যাচেই রান পেয়ে চলেছেন এই রান মেশিন। আমাদের এই দলের তিন নম্বরে থাকবেন তিনিই।

বিরাট কোহালি- ভারতের অধিনায়ক বিরাট কোহালির হাত ধরেই আবার বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে ভারতীয় শিবির। চলতি বিশ্বকাপে রান করেছেন ৪৪২। তার মধ্যে রয়েছে ৫টি হাফ-সেঞ্চুরি। প্রতিটি ম্যাচেই রান পেয়ে চলেছেন এই রান মেশিন। আমাদের এই দলের তিন নম্বরে থাকবেন তিনিই।

০৫ ১২
যুবরাজ সিংহ- তাঁর ব্যাটিংয়ের দাপটে এক সময়ে ঘুম ছুটেছিল বিশ্বের তাবড় বোলারদের। টি২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা ক্রিকেটে মহলে মিথ হয়ে রয়েছে। ভারতের অন্যতম সেরা ফিনিশার যুবরাজকে দলে রাখতেই হবে।

যুবরাজ সিংহ- তাঁর ব্যাটিংয়ের দাপটে এক সময়ে ঘুম ছুটেছিল বিশ্বের তাবড় বোলারদের। টি২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা ক্রিকেটে মহলে মিথ হয়ে রয়েছে। ভারতের অন্যতম সেরা ফিনিশার যুবরাজকে দলে রাখতেই হবে।

০৬ ১২
মোহিন্দর অমরনাথ- ১৯৮৩ সালে ভারতের বিশ্বজয়ী দলে মুখ্য ভূমিকা পালন করেন তিনি। ৩ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে। বলে বিপক্ষকে ঘায়েল করার পাশাপাশি ব্যাটেও কার্যকরী ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার।

মোহিন্দর অমরনাথ- ১৯৮৩ সালে ভারতের বিশ্বজয়ী দলে মুখ্য ভূমিকা পালন করেন তিনি। ৩ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে। বলে বিপক্ষকে ঘায়েল করার পাশাপাশি ব্যাটেও কার্যকরী ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার।

০৭ ১২
মহেন্দ্র সিংহ ধোনি- ভারতের অন্যতম সেরা ক্যাপ্টেন। ক্ষুরধার বুদ্ধি আর অসাধারণ গেম প্ল্যানে প্রতিপক্ষকে মানসিক ভাবেই হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। ব্যাট হাতে ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দিতে পারেন বিশ্বের অন্যতম সেরা ফিনিশার। দলের উইকেটরক্ষা এবং নেতৃত্বে থাকবেন তিনি।

মহেন্দ্র সিংহ ধোনি- ভারতের অন্যতম সেরা ক্যাপ্টেন। ক্ষুরধার বুদ্ধি আর অসাধারণ গেম প্ল্যানে প্রতিপক্ষকে মানসিক ভাবেই হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। ব্যাট হাতে ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দিতে পারেন বিশ্বের অন্যতম সেরা ফিনিশার। দলের উইকেটরক্ষা এবং নেতৃত্বে থাকবেন তিনি।

০৮ ১২
কপিল দেব- ১৯৮৩ সালে তাঁর আগুনে বোলিংয়ের সামনেই ভেঙে পড়ে বিশ্বের বহু শ্রেষ্ঠ ব্যাটিং লাইনআপ। ব্যাট হাতেও ভয়ঙ্কর ছিলেন এই ‘হরিয়ানা হ্যারিকেন’। সাত নম্বরে থাকবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

কপিল দেব- ১৯৮৩ সালে তাঁর আগুনে বোলিংয়ের সামনেই ভেঙে পড়ে বিশ্বের বহু শ্রেষ্ঠ ব্যাটিং লাইনআপ। ব্যাট হাতেও ভয়ঙ্কর ছিলেন এই ‘হরিয়ানা হ্যারিকেন’। সাত নম্বরে থাকবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

০৯ ১২
অনিল কুম্বলে- স্পিন মন্ত্রে ভারতে নতুন যুগের সূচনা করেন অনিল কুম্বলে। তাঁর লেগস্পিনের ফাঁদে নাস্তানাবুদ হয়েছেন বিশ্বের বহু তাবড় ব্যাটসম্যান। এই দলের স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন তিনি।

অনিল কুম্বলে- স্পিন মন্ত্রে ভারতে নতুন যুগের সূচনা করেন অনিল কুম্বলে। তাঁর লেগস্পিনের ফাঁদে নাস্তানাবুদ হয়েছেন বিশ্বের বহু তাবড় ব্যাটসম্যান। এই দলের স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন তিনি।

১০ ১২
রবিচন্দ্রন অশ্বিন- ভারতের অন্যতম সফল স্পিনার। একদিনের ম্যাচে ১৫৬টি উইকেট নিয়েছেন অশ্বিন। বিশ্বকাপেও তাঁর রেকর্ড ভালই।

রবিচন্দ্রন অশ্বিন- ভারতের অন্যতম সফল স্পিনার। একদিনের ম্যাচে ১৫৬টি উইকেট নিয়েছেন অশ্বিন। বিশ্বকাপেও তাঁর রেকর্ড ভালই।

১১ ১২
জাহির খান- এক সময়ে ভারতের পেস আক্রমণের অন্যতম মুখ ছিলেন। তাঁর আগুনে বোলিংয়ে ভর করেই ২০১১ সালে ২৮ বছর বাদে আবারও বিশ্বকাপের ট্রফি পায় ভারত।

জাহির খান- এক সময়ে ভারতের পেস আক্রমণের অন্যতম মুখ ছিলেন। তাঁর আগুনে বোলিংয়ে ভর করেই ২০১১ সালে ২৮ বছর বাদে আবারও বিশ্বকাপের ট্রফি পায় ভারত।

১২ ১২
যশপ্রীত বুমরা- চলতি বিশ্বকাপে অনবদ্য ফর্মে রয়েছেন। নিখুঁত ইয়র্কার আর বিষাক্ত সুইংয়ে গুঁড়িয়ে দিয়েছেন বিশ্বের তাবড় ব্যাটিং লাইনআপ। চ্যাম্পিয়ান এই পেসারকে ছাড়া দল তৈরি করাই যায় না।

যশপ্রীত বুমরা- চলতি বিশ্বকাপে অনবদ্য ফর্মে রয়েছেন। নিখুঁত ইয়র্কার আর বিষাক্ত সুইংয়ে গুঁড়িয়ে দিয়েছেন বিশ্বের তাবড় ব্যাটিং লাইনআপ। চ্যাম্পিয়ান এই পেসারকে ছাড়া দল তৈরি করাই যায় না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy