Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Micheal Clarke

ভারতকে বিশ্বকাপ এনে দিতে পারে বুমরা, বলছেন বিশ্বজয়ী ক্লার্ক

অধিনায়ক হিসাবে বুমরার মতো বোলারকে সবাই দলে পেতে চাইবে।

বুমরার বোলিংয়ে মুগ্ধ ক্লার্ক। —ফাইল চিত্র

বুমরার বোলিংয়ে মুগ্ধ ক্লার্ক। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৫ জুন ২০১৯ ১৫:০৯
Share: Save:

বিশ্বকাপে আগুন জ্বালাচ্ছেন ভারতের পেসার যশপ্রীত বুমরা। তাঁর বোলিংয়ের প্রশংসায় ২০১৫ বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। বুমরার দাপটে ভারত আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করেন তিনি।

আফগানিস্তানের বিরুদ্ধে ২২৪ রানের পুঁজি হাতে নিয়ে বল করতে নেমেছিলেন বুমরা-শামিরা। দরকারের সময়ে পার্টনারশিপ ভেঙেছেন বুমরা। ডেথ ওভারে দুরন্ত ইয়র্কার দিয়ে আফগান ব্যাটসম্যানদের আটকে রেখেছিলেন। শেষ ওভারে শামির ইয়র্কারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ।

ক্লার্ক বলেন, ‘‘অধিনায়ক হিসাবে বুমরার মতো বোলারকে সবাই দলে পেতে চাইবে। বুমরা ফিট এবং স্বাস্থ্যবান। ইনিংসের শুরুতে বল সুইং করাতে পারে। মাঝের ওভারে প্রতি ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগে বল করে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে দক্ষ। ইনিংসের শেষে ওর ইয়র্কার ভয়ঙ্কর।’’ একমাত্র আফগানিস্তানের বিরুদ্ধেই বড় রান করতে পারেননি ভারতের ব্যাটসম্যানরা। বোলাররা এই ম্যাচে এনে দেন জয়।

আরও পড়ুন: বিশ্বকাপের শেষ চারে যাওয়ার দাবি রাখে কোন দলগুলি?

পেসারদের পাশাপাশি স্পিনারদেরও কিন্তু জয়ের পিছনে ভূমিকা রয়েছে। যুজবেন্দ্র সহাল ও কুলদীপ যাদবেরও প্রশংসা করেন ক্লার্ক, ‘‘স্পিন সহায়ক পিচ না হওয়া সত্ত্বেও, ‘কুল-চা’ যে ভাবে বল করছে তা অনবদ্য।’’ দুইস্পিনার খেলানোর সিদ্ধান্তও সঠিক বলে মত তাঁর। ক্লার্ক মনে করেন, বুমরার বলে বলীয়ান হয়ে ভারত পুনরায় বিশ্বচ্যাম্পিয়ান হতেই পারে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় বুমরার জাদু দেখার অপেক্ষায় ক্লার্কও।

বুমরা যেমন বল হাতে বিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতে পারেন, বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নারও ব্যাট হাতে সমস্ত অঙ্ক বদলে দিতে পারেন বলে মনে করেন ক্লার্ক।

ভারতের বিরুদ্ধে ধীর গতিতে রান করার জন্য সমালোচিত হন ওয়ার্নার। ওই একটা ম্যাচেই অজি ওপেনার নিজের ছন্দে ব্যাট করতে পারেননি। বাকি ম্যাচগুলোয় বাঁ হাতি ওপেনার নিজের নামের প্রতি সুবিচার করেছেন। ব্যাটসম্যানদের মধ্যে এখন দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়ার্নার।বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে সতরান করেন তিনি।

ক্লার্কের মতে, ‘‘টি টোয়েন্টি আর ওয়ানডে ফরম্যাট এক নয়। তাই ব্যাট হাতে নেমেই মারার দরকার পড়ে না। আমার মনে হয় বিশ্বকাপে সর্বাধিক রান করবে ওয়ার্নারই।’’ অজি ওপেনারকে বেগ দিচ্ছেন শাকিব আল হাসান। শেষ হাসি এখন কে হাসে সেটাই দেখার।

আরও পড়ুন:ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে রোহিত মাতলেন ‘অন্য খেলা’য়, দেখুন সেই ভিডিয়ো

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE