শাকিবের স্পিন পরীক্ষা নেবে ভারতীয় ব্যাটসম্যানদের। ছবি: এএফপি।
আফগানিস্তানকে হারিয়ে উঠেই বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান বলেছেন, ভারতকে হারানোর ক্ষমতা রাখেন তাঁরা। বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের সুরেই ‘টাইগার’দের ভারতীয় স্পিন কোচ সুনীল জোশী বলছেন, “ভারত শক্তিশালী দল। এ ব্যাপারে কোনও সন্দেহই নেই। তবে চলতি বিশ্বকাপে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে ভারতকে হারানো মোটেও অসম্ভব নয়।’’
২ জুলাই ভারতের সামনে বাংলাদেশ। অন্য দিকে, বৃহস্পতিবার ‘টিম ইন্ডিয়া’র সামনে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন বিরাট কোহালিরা। ২ জুলাইয়ের আগে বাংলাদেশের আর কোনও ম্যাচ নেই। ‘বাংলার বাঘ’দের নজরে এখন শুধু ভারত-ম্যাচ। জোশী বলছেন, ‘‘সাদা বলের ক্রিকেটে আমরা যে ভাল তা ইতিমধ্যেই প্রমাণ করেছি। আয়ারল্যান্ডে আমরা জিতেছি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ক্যারিবিয়ানদের হারিয়েছি। গত তিন বছরে তিন বার আমরা ভারতকে হারানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম।’’
সাম্প্রতিককালে দেখা যাচ্ছে, ক্রিকেট মাঠে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বাংলাদেশ। পাকিস্তান এখন নখ-দাঁত হারিয়ে ফেলেছে। ভারতের সামনে দেখা হলেই মুখ থুবড়ে পড়ছে পাকিস্তান। বাংলাদেশ সেখানে মরিয়া লড়াই তুলে ধরছে ভারতের বিরুদ্ধে।
আরও পড়ুন: শামি নয়, সুযোগ পাওয়া উচিত ভুবনেশ্বরের, বলছেন সচিন
আরও পড়ুন: চলতি বিশ্বকাপে সেরাদের একাদশে মাত্র এক ভারতীয়! বাকিরা কারা দেখে নিন
২০১৫ বিশ্বকাপের পরে ভারত গিয়েছিল বাংলাদেশ সফরে। সেখানে ওয়ানডে সিরিজে হার মানে টিম ইন্ডিয়া। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ হার মানে ভারতের কাছে। গত বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। সেখানেও বাংলাদেশকে হারায় ভারত। ২০১৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে জিততে জিততে হার মানে বাংলাদেশ। কলম্বোয় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির ফাইনালে দীনেশ কার্তিকের ঝড়ে ভারত বাংলাদেশের মুখের গ্রাস কেড়ে নেয়।
সিমারদের পাশাপাশি ভারতীয় স্পিনাররাও বিপক্ষের পরীক্ষা নিচ্ছেন। শাকিব এখন দুরন্ত ছন্দে রয়েছেন। ব্যাট হাতে রান করছেন। বল হাতে তুলে নিচ্ছেন উইকেট। সুনীলের দাবি, ‘‘ভারতের মতোই আমাদের দলে ভাল মানের স্পিনার রয়েছে। তা ছাড়া প্রতিটি দলেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। খুব কাছ থেকে এই ভারতীয় দলকে দেখেছি। ওদের বিরুদ্ধে খেলেছি। বিরাটদের বিরুদ্ধে কোথায় বল রখতে হবে, তা আমরা জানি।’’
ভারত-বাংলাদেশ ম্যাচের বল গড়ানোর আগেই কিন্তু পারদ চড়তে শুরু করে দিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy