Advertisement
০২ নভেম্বর ২০২৪
India U19

প্রায় হাতাহাতিতে শেষ হল দ্বৈরথ

জয়ের রান হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। কয়েক জনকে দেখা যায় উত্তেজিত ভঙ্গি করতে।

চ্যাম্পিয়ন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশর অধিনায়ক আকবর আলি।—ছবি পিটিআই।

চ্যাম্পিয়ন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশর অধিনায়ক আকবর আলি।—ছবি পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৪
Share: Save:

নাটকীয় যুব বিশ্বকাপ ফাইনালের শেষে উঠে এল এক লজ্জার ছবি। যেখানে ম্যাচের পরে দেখা গেল দুই দলের ক্রিকেটাররা প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। আর ভারতীয় কোচকে মাঠে নামতে হচ্ছে ক্রিকেটারদের শান্ত করতে।

রবিবার পোচেস্ট্রুমে ম্যাচের শুরু থেকেই উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের বোলাররা ক্রমাগত ‘স্লেজ’ করে গিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের। এর পরে বাংলাদেশের ব্যাটসম্যানরা নামলে ভারতীয় বোলাররাও পাল্টা স্লেজ করেন। বাউন্সার বৃষ্টি তো ছিলই, বিমারও বেরিয়েছে ভারতীয় পেসারদের হাত থেকে।

কিন্তু সব সীমা ছাড়িয়ে যায় খেলার শেষে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে, বাংলাদেশের পেসার শরিফুল ইসলামকে তত দেখা গিয়েছে ক্যামেরার সামনেই আপত্তিকর শব্দ ব্যবহার করতে। বোলিং করার সময়ও প্রায় প্রতিটা বলের পরেই স্লেজ করেন শরিফুল।

আরও পড়ুন: ঠান্ডা মাথার এই ‘ফিনিশার’-এর নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হল পদ্মাপাড়ের ক্রিকেটে

জয়ের রান হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। কয়েক জনকে দেখা যায় উত্তেজিত ভঙ্গি করতে। এর পরে এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এক বাংলাদেশি ক্রিকেটার। অভিযোগ, সংশ্লিষ্ট ওই বাংলাদেশি ক্রিকেটার নাকি অশ্রাব্য সব কথা বলছিলেন। এর পরে ভারতের কোচ পরস মামরে মাঠে নেমে ছেলেদের শান্ত করেন। রাতে ভারতের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিংহ বেদী দু’দলের ধাক্কাধাক্কির ছবি টুইট করে লেখেন, ‘‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের পরে ভারত-বাংলাদেশের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ল। কবে আমরা ক্রিকেটাররা বা কর্তারা খেলার ভাবমূর্তির ব্যাপারে ভেবেছি?’’

বাংলাদেশ অধিনায়ক আকবর আলি ম্যাচের পরে বলেছেন, ‘‘আমাদের কয়েক জন বোলার আবেগপ্রবণ হয়ে পড়েছিল। ম্যাচের পরে যা হল, তা সত্যি দুর্ভাগ্যজনক। তবে আমি ভারতকে অভিনন্দন জানাতে চাই।’’ চূড়ান্ত উত্তেজক ম্যাচে ফেভারিট ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরে আকবর এও বলেছেন, ‘‘আমাদের স্বপ্ন সত্যি হল। গত দু’বছরের পরিশ্রমের ফল পেলাম। কোচিং স্টাফকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। মাঠ এবং মাঠের বাইরে ওঁরা সব সময় আমাদের পাশে থেকেছেন।’’

ভারত অধিনায়ক প্রিয়ম গর্গ ম্যাচের পরে বলেছেন, ‘‘আজ আমাদের ব্যাটিং খুব খারাপ হয়েছে। আমাদের ২১০-২২০ রান করা উচিত ছিল। তবে আমাদের ছেলেরা খুব লড়াই করেছে। অল্প রান করলেও আমরা লড়াই করে গিয়েছি শেষ পর্যন্ত।’’ ফাইনালে হারের জন্য টস হারাকেও দায়ী করছেন গর্গ। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘উইকেট স্যাঁতসেঁতে ছিল। তা সত্ত্বেও আমাদের শুরুটা খারাপ হয়নি। ২২০ রানে পৌঁছতে পারলেই খেলা অন্য রকম হত।’’

আরও পড়ুন: পেসার থেকে স্পিনার হয়ে উদয় নতুন রবির

ম্যাচে ভারতীয় বোলাররা কুড়িটার বেশি ওয়াইড বল করেছেন। যা নিয়ে অধিনায়কের মত, ‘‘আমার মনে হয় বোলাররা যথেষ্ট লড়াই করেছে। এর চেয়ে বেশি কিছু করার ছিল না। আমরা ভাল ব্যাট করতে পারিনি বলে হেরে গেলাম। তবে বলব, আমরা বিশ্বকাপটা দারুণ উপভোগ করলাম।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE