আইসিসি-র ক্রমতালিকায় উন্নতি করলেন বিরাট কোহলী, মুস্তাফিজুর রহমানের।
এক মাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আইসিসি-র ক্রমতালিকায় উন্নতি করলেন বিরাট কোহলী। মেগা ইভেন্টের আগে যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে ভারত অধিনায়কের। প্রথম দশে রয়েছেন লোকেশ রাহুলও। বোলারদের মধ্যে ক্রমতালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের।
পঞ্চম স্থান থেকে এক ধাপ উঠে চার নম্বরে এসেছেন কোহলী। নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে টপকে গেলেন তিনি। কোহলীর সামনে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, বাবর আজম এবং দাউইদ মালান। ষষ্ঠ স্থান ধরে রেখেছেন লোকেশ রাহুল। সপ্তম স্থানে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। বড় উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক। চার ধাপ উঠে অষ্টম স্থানে রয়েছেন তিনি। নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। এক ধাপ উঠে প্রথম দশে ঢুকে পড়লেন আফগানিস্তানের হজরাতুল্লাহ জাজাই।
🔹 Gains for Quinton de Kock 👏
— ICC (@ICC) September 15, 2021
🔹 Mustafizur Rahman rises up 🙌
This week's @MRFWorldwide ICC Men's T20I Player Rankings has some big movements 📈
Details 👉 https://t.co/rxcheDGCjM pic.twitter.com/83AUWRMqwf
বোলারদের মধ্যে প্রথম দশে কোনও ভারতীয় নেই। শীর্ষ স্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি। প্রথম সাতটি স্থানে কোনও পরিবর্তন হয়নি। তবে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর অষ্টম স্থানে উঠে এসেছেন। তাঁর পরেই রয়েছেন শাকিব আল হাসান। দুই ধাপ নেমে দশম স্থানে টিম সাউদি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy