পন্থের আরোগ্য কামনা করলেন হরভজন ও রায়না।
ঋষভ পন্থ কোভিডে আক্রান্ত হয়ে আট দিনের নিভৃতবাসে রয়েছেন। আপাতত তাঁর ঠিকানা ইংল্যান্ডে আত্মীয়ের বাড়ি। খবরটা দাবানলের মতো ছড়িয়ে যেতে সময় লাগেনি। টুইটারে পন্থের সুস্থতা কামনা করলেন হরভজন সিংহ ও সুরেশ রায়না।
ভাজ্জি লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো চ্যাম্পিয়ন।’ পন্থের আরোগ্য কামনা করে রায়না লিখেছেন, ‘ভাই দ্রুত মাঠে ফিরে এসো।’
ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য পন্থকে ছাড়াই প্রস্তুতি ম্যাচ খেলতে ডারহাম যাবে দল। ২০ জুলাই ডারহামে কাউন্টি চ্যাম্পিয়নশিপ একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলী, অজিঙ্ক রহাণেরা।
Get well soon champion @RishabhPant17
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 15, 2021
Get well soon brother @RishabhPant17. Wish you a speedy recovery.
— Suresh Raina (@ImRaina) July 15, 2021
I fear for the 100 & the Indian Test series unless the isolation laws change .. we are bound to have cases as is the case with @RishabhPant17 .. plus further down the line I fear the Ashes could be hugely affected with players pulling out unless bubbles/quarantine rules change !
— Michael Vaughan (@MichaelVaughan) July 15, 2021
এ দিকে পন্থের খবর শোনার পর থেকে যেন আতঙ্কে ভুগছেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তো আসন্ন ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ ও দেশের ঘরোয়া ক্রিকেট আয়োজন করা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন।
টুইটারে ভন লিখেছেন, ‘আমাদের দেশে ভাইরাস হানা বেড়েই চলেছে। তাই ভারত-ইংল্যান্ড সিরিজ, দ্য হানড্রেড সুষ্ঠু ভাবে আয়োজন করতে হলে নিভৃতবাসের নিয়মে বদল আনা দরকার। সেটা না হলে অ্যাশেজের সময়ও করোনা প্রভাব ফেলতে পারে।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy