Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Harbhajan Singh

জাতীয় দলে কার আসা উচিত বলে সওয়াল করলেন হরভজন?

বিজয় হাজারে ট্রফিতে সদ্য ৩১ বলে ৮১ করেছেন সূর্যকুমার যাদব। সেই ইনিংসের পর তাঁকে জাতীয় দলে নেওয়া উচিত বলে টুইট করেছেন হরভজন সিংহ।

সূর্যকুমার যাদব বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন হরভজন। ফাইল ছবি।

সূর্যকুমার যাদব বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন হরভজন। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৮
Share: Save:

জাতীয় নির্বাচকদের একহাত নিলেন হরভজন সিংহ। তাঁর মতে, সূর্যকুমার যাদবকে জাতীয় দলে আনা উচিত। কিন্তু, তাঁকে উপেক্ষাই করা হচ্ছে দিনের পর দিন।

কয়েক মাস আগে ইংল্যান্ডে ৫০ ওভারের বিশ্বকাপে ভারতের চার নম্বরে কে নামবেন, তা নিয়ে চলছিল বিতর্ক। একদিনের ফরম্যাট থেকে টি-টোয়েন্টি ফরম্যাট, চার নম্বরে কে নামবেন, সেই সমাধান এখনও হয়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও চার নম্বরে নেমে ঋষভ পন্থ প্রত্যাশাপূরণ করতে পারেননি।

আর এই কারণেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন ভাজ্জি। মিডল অর্ডারের সমস্যা সমাধান করার মতো ক্রিকেটার হাতের সামনেই রয়েছে বলে জানিয়েছেন তিনি। আর সেই ক্রিকেটার হলেন মুম্বইয়ের সূর্যকুমার যাদব। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক থেকেছেন তিনি। ২৯ বছর বয়সি সদ্য বিজয় হাজারে ট্রফিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে ৩১ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। আলুরে সেই ইনিংসে আটটি চার ও ছয়টি ছয় মারেন তিনি। ইনিংসের ৪২ ওভারে ক্রিজে এসেছিলেন সূর্য। তাঁর ব্যাটের দাপটেই নির্ধারিত ৫০ ওভারে ৩১৭ তোলে মুম্বই। শেষ পাঁচ ওভারে ওঠে ৭৯ রান। যদিও মুম্বই জিততে পারেনি। শেষ ওভারে এক বল বাকি থাকতে পাঁচ উইকেটে জিতে যায় ছত্তিশগড়।

আরও পড়ুন: নিজের ‘চিকনা চামেলা’ লুক পোস্ট করলেন যুবরাজ, তুমুল ট্রোল সানিয়ার​

আরও পড়ুন: মালিঙ্গার থেকে দশ গুণ ভাল অ্যাকশন বুমরার, কে বললেন জানেন?

এই ইনিংসের পর টুইটারে হরভজন লেখেন, “জানি না কেন ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করার পরও জাতীয় দলে সুযোগ পায় না। সূর্যকুমার, খাটতে থাকো, সুযোগ ঠিকই আসবে।”

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Harbhajan Singh India Cricket Suryakumar Yadav Vijay Hazare Trophy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy