প্রিয় অধিনায়কের কাছে আবেদন জানালেন ভাজ্জি। —নিজস্ব চিত্র।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে নির্বাচক কমিটি পরিবর্তন করার আবেদন জানালেন হরভজন সিংহ। এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন কমিটি প্রথম দিন থেকেই সমালোচনার মুখে পড়েছিল।
সম্প্রতি ফারুখ ইঞ্জিনিয়ার, যুবরাজ সিংহও কটাক্ষ করেন নির্বাচক কমিটির বেশ কিছু সিদ্ধান্তকে। এক ধাপ এগিয়ে এ বার নির্বাচক কমিটিতেই পরিবর্তন আনার জন্য সৌরভের কাছে আর্জি জানালেন ভাজ্জি।
বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য দলে নেওয়া হয়েছিল উইকেট কিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে। তিনটি টি টোয়েন্টি ম্যাচের প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। প্রতিবেশী দেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে কেরলের স্যামসনকে জল বইতে দেখা গিয়েছিল। সুযোগ না পাওয়া সঞ্জুর জায়গা হয়নি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।
আরও পড়ুন: আড়াই দিনেই শেষ ইডেন টেস্ট, শেষ দু’দিনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে সিএবি
I guess they r testing his heart 💔 #selectionpanelneedtobechanged need strong people there.. hope dada @SGanguly99 will do the needful https://t.co/RJiGVqp7nk
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 25, 2019
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচের দল থেকে ছেঁটে ফেলা হয় স্যামসনকে। নির্বাচকদের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি লোকসভার সাংসদ শশী তারুর। তিনি টুইট করেন, ‘কোনও সুযোগ না পেয়ে সঞ্জু স্যামসনকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক। তিনটি টি টোয়েন্টিতে জল বইতে দেখা গিয়েছে ওকে। ওর ব্যাটিং দক্ষতার কি পরীক্ষা নেওয়া হল?’
শশী তারুরের সেই টুইটের সহমত পোষণ করে হরভজন হ্যাশ ট্যাগে লিখেছেন, ‘নির্বাচক কমিটি পরিবর্তনের দরকার রয়েছে। নির্বাচক প্যানেলে অভিজ্ঞ লোকের দরকার। আশা রাখি, সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যাপরাটা নিয়ে ভাবনাচিন্তা করবে।’
আরও পড়ুন: পাকিস্তানের ‘বিস্ময় পেসার’-এর বয়স কি কমছে? কাইফদের টুইটে অবশেষে উত্তর দিল পিসিবি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy