হ্যামিল্টনে সেঞ্চুরি করার পরে টেলর। ছবি— টুইটার থেকে।
সেঞ্চুরি করার পরে প্রতিবার জিভ বের করেন কেন রস টেলর? ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিংহ এমন প্রশ্নই করেছেন কিউয়ি ব্যাটসম্যানকে।
প্রথম ওয়ানডে ম্যাচে টেলরের শতরান নিউজিল্যান্ডকে এনে দিয়েছে জয়। হ্যামিল্টনের প্রথম ওয়ানডে ম্যাচে ১০৯ রানের ইনিংস খেলেন টেলর। তাঁর সেঞ্চুরির জন্যই ভারতের পাহাড়প্রমাণ রান টপকে যেতে পারে নিউজিল্যান্ড।
কিউয়ি ব্যাটসম্যানের প্রশংসা করে ভাজ্জি টুইট করেন, ‘‘অসাধারণ ব্যাটিং রস টেলর। ওয়েল ডান। একটা কথা বলো, সেঞ্চুরি করার পরে তুমি সব সময়ে জিভ বের করো কেন? দারুণ ক্রিকেট।’’
আরও পড়ুন: আইপিএল-এ নেই আর্চার, বড় ধাক্কা রাজস্থান রয়্যালস শিবিরে
রস টেলর অবশ্য ভারতীয় অফ স্পিনারের প্রশ্নের জবাব দেননি। কিন্তু ২০১৫ সালে ক্রিকেট ডট কম ডট এইউ-তে প্রকাশিত এক সাক্ষাৎকার থেকে জানতে পারা যায় কেন জিভ বের করেন টেলর।
What a knock @RossLTaylor well done.. tell me why do u put the tongue out every time score 100??? 😜good game of cricket #indvsnz pic.twitter.com/XjNuXVxrTW
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 5, 2020
সেই সাক্ষাৎকারে টেলর বলেছিলেন, ‘‘আমি সেঞ্চুরি করেও একাধিক বার দল থেকে বাদ পড়েছি। দল থেকে বাদ পড়ার পরে আমি জিভ বের করতাম। আমার জিভ বের করা দেখে মজা পেত আমার মেয়ে।’’ মেয়ে ম্যাকেঞ্জিও বাবাকে অনুকরণ করত। এই কারণেই সেঞ্চুরি করার পরে জিভ বের করেন টেলর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy