রঞ্জি কোয়ার্টার ফাইনালের তৃতীয় দিনের শেষে গত বারের চ্যাম্পিয়ন মুম্বই প্রথম ইনিংসে ১৪ রানে এগিয়ে একটু হলেও ‘অ্যাডভান্টেজ’-এ। ঝাড়খণ্ড এবং গুজরাত সেমিফাইনালে ওঠার দিকে এক পা এগিয়েছে। মুম্বই-হায়দরাবাদ ম্যাচে বড়দিনে দশ উইকেট পড়ে। হায়দরাবাদ আগের দিনের স্বস্তিদায়ক ১৬৭-৩ থেকে শুরু করে ২৮০-র বেশি এগোতে পারেনি। অভিষেক নায়ারের ৪-৬০ ও লেগ স্পিনার বিজয় গোহিলের ৩-৫৯ দাপটে। মুম্বই দ্বিতীয় ইনিংসে ৫২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়লে অধিনায়ক আদিত্য তারের ৪৭ বলে ঝোড়ো অপরাজিত ৩৯ রানের সৌজন্যে দিনের শেষে ১০২-৩ তুলে সব মিলিয়ে ১১৬ রানে এগিয়ে। হাতে সাত উইকেট নিয়ে।
হরিয়ানার বিরুদ্ধে ঝাড়খণ্ড ৩৪৫ রানে অলআউট হয়ে প্রথম ইনিংসে ৮৭ রানের ‘লিড’ নিয়েছে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান বিরাট সিংহ এ দিন সেঞ্চুরি (১০৭) করলেও সবার নজরে থাকা তরুণ ঈশান কিষান (০) মাত্র দু’বল টিকেছিলেন। হরিয়ানা দ্বিতীয় ইনিংসে ১৪৬-২। ওড়িশার বিরুদ্ধে গুজরাত দ্বিতীয় ইনিংসের সাত উইকেট হাতে নিয়ে ৩১০ রানে এগিয়ে গিয়েছে। জসপ্রীত বুমরাহের ৫-৪১ দাপটে ওড়িশাকে প্রথম ইনিংসে ১৯৯ রানে অলআউট করার পরে গুজরাত দ্বিতীয় ইনিংসে ২৪৬-৩। ওপেনার সমিত গোহেল ১১০ নটআউট। তিনটে ম্যাচেরই বাকি আর দু’দিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy