রমেশবাবু প্রজ্ঞানন্দ। —ফাইল চিত্র।
কিস্তিমাৎ করা হল না। ফাইনালে উঠেও হেরে গেলেন ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। কিন্তু ফাইনাল শেষে ১৮ বছরের তরুণ দাবাড়ুর ইচ্ছা দক্ষিণ ভারতের খাবার খাওয়ার। আজেরবাইজানের বাকুতে হেরেই ঘরের খাবারের দিকে মন প্রজ্ঞানন্দের।
বিশ্বনাথন আনন্দের পর প্রজ্ঞানন্দই প্রথম ভারতীয় যিনি দাবা বিশ্বকাপের ফাইনালে উঠেছিলেন। সেই ম্যাচে ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে ক্লাসিক্যাল ম্যাচ দু’টি ড্র করেন প্রজ্ঞানন্দ। টাইব্রেকারে সাদা ঘুঁটি নিয়ে হেরে যান তিনি। পরের ম্যাচটি ড্র হতেই বিশ্বকাপ জিতে যান কার্লসেন। কিন্তু সেই সব ম্যাচ শেষে প্রজ্ঞানন্দ বলেন, “এখানের খাওয়াদাওয়া আর ভাল লাগছে না। এ বার দেশের খাবার খেতে চাই। দক্ষিণ ভারতের খাবার খেতে ইচ্ছা করছে।”
এ বারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে চার জন ভারতীয় ছিলেন। প্রজ্ঞানন্দ ফাইনালে উঠলেও বাকিরা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন। তরুণ দাবাড়ু বলেন, “ডি গুকেশ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাতির মতো দাবাড়ুরা রয়েছে। আরও শক্তিশালী হয়ে ফিরব আমরা। গুকেশ ইতিমধ্যেই ক্রমতালিকায় প্রথম দশে পৌঁছে গিয়েছে। আমরাও চেষ্টা করছি প্রথম দশের মধ্যে ঢুকে পড়ার।” ক্রমতালিকায় প্রজ্ঞানন্দ ২৮ নম্বর। বৃহস্পতিবার তিনি হেরে যান এক নম্বর কার্লসেনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার প্রথম র্যাপিড রাউন্ডে একটি চাল দিতে সাড়ে ৬ মিনিট সময় নেন প্রজ্ঞানন্দ। ২৫ মিনিটের খেলায় সেই একটি চালই তাঁকে পিছিয়ে দেয়। প্রজ্ঞানন্দের ভুলের সুযোগ নিয়ে ২.৫-১.৫ পয়েন্টে জিতে গেলেন কার্লসেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy