এ বার কি আইপিএল জিততে পারবেন বিরাট? —ফাইল চিত্র।
বিরাট কোহালিকে স্বাধীনতা দেওয়া হলে আইপিএল জিতবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রাক্তন মালিক বিজয় মাল্য এই পরামর্শই দিচ্ছেন নতুন আরসিবি-কে।
রয়্যাল চ্যালেঞ্জার্স শুক্রবার তাদের নতুন লোগো প্রকাশ করেছে। কোহালির দলের লোগোর নকশায় রয়েছে সিংহ। যা ফ্র্যাঞ্চাইজির সাহসী ও নির্ভীক মানসিকতাকেই ফুটিয়ে তুলছে।
নতুন মরসুমের জন্য পুরনো দলকে শুভেচ্ছা জানিয়ে মাল্য বলছেন, ‘‘সিংহের মতো গর্জন করো। বেঙ্গালুরুতে আইপিএল ট্রফি আনো।’’
আরও পড়ুন: আর দু’-এক জনের উপর নির্ভরশীল নয় দল, বলছেন বাংলার অধিনায়ক
২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি আরসিবি। এ বার যাতে ট্রফি জেতা সম্ভব হয়, তার জন্য মাল্য সবটাই ছেড়ে দিতে বলছেন কোহালির উপরে।
বিজয় মাল্য টুইট করে বলেন, ‘‘অনূর্ধ্ব ১৯ স্কোয়াড থেকে আরসিবি-তে এসেছিল বিরাট। এখন নেতৃত্ব দিয়ে ভারতকে সাফল্য এনে দিচ্ছে ও। দুর্দান্ত পারফর্মার বিরাট। পুরোটাই ওর উপরে ছেড়ে দেওয়া হোক। ওকে স্বাধীনতা দেওয়া হোক। আরসিবি-র সমর্থকরা এখনও কিন্তু আইপিএল জেতার স্বাদ পায়নি। ওরা ট্রফিটা চাইছে।’’
আইপিএল-এর বল গড়ানোর আগে পুরনো দলকে আইপিএল জেতার সহজ সরল রাস্তা জানিয়ে দিলেন মাল্য।
Virat came to RCB from the India U 19 squad. Virat has led India to great success and has been an outstanding performer himself. Leave it to him and give him the freedom. All RCB fans want that long overdue IPL trophy. https://t.co/RT7cNdWgWN
— Vijay Mallya (@TheVijayMallya) February 15, 2020
আরও পড়ুন: এখনও প্রচুর ক্রিকেট বাকি, ধোনি প্রসঙ্গে বললেন আইপিএল চেয়ারম্যান
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy