Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
হাঁটুর চোটে ছিটকে গেলেন লেয়নডস্কি, অনিশ্চিত চ্যাম্পিয়ন্স লিগেও
Harry Kane

ডেনমার্কের আট গোল, মুখরক্ষা স্পেনের, দুরন্ত ইটালি-ইংল্যান্ড

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৭৭তম স্থানে থাকা মলডোভার বিরুদ্ধে রবিবার প্রথম একাদশে দশটি পরিবর্তন করেছিলেন ডেনমার্কের কোচ ক্যাসপার হিউম্যান্ড।

উল্লাস: দু’বছর পরে গোল পেলেন হ্যারি কেন (বাঁ-দিকে)। দেম্বেলেকে আলিঙ্গন মার্শিয়ালের।

উল্লাস: দু’বছর পরে গোল পেলেন হ্যারি কেন (বাঁ-দিকে)। দেম্বেলেকে আলিঙ্গন মার্শিয়ালের। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২১ ০৮:১৬
Share: Save:

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত জার্মানি, ইংল্যান্ড ও ইটালির। প্রথম ম্যাচের ধাক্কা ভুলে জয়ের সরণিতে প্রত্যাবর্তন ঘটাল ফ্রান্স ও স্পেন। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে মলডোভার বিরুদ্ধে ডেনমার্কের ৮-০ জয়ের নজির।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৭৭তম স্থানে থাকা মলডোভার বিরুদ্ধে রবিবার প্রথম একাদশে দশটি পরিবর্তন করেছিলেন ডেনমার্কের কোচ ক্যাসপার হিউম্যান্ড। ম্যাচের ১৯ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বরে থাকা ডেনমার্ক-কে এগিয়ে দেন ডোলবার্গ। ২১ ও ২৯ মিনিটে গোল করেন মিকেল ডামাসগার্ড। ৩৫ মিনিটে ডেনমার্ককে ৪-০ এগিয়ে দেন জেনস লার্সেন। তিন মিনিটের মধ্যে ৫-০ করেন মাতিয়াস জেনসেন। ৪৮ মিনিটে ফের গোল করেন ক্যাসপার। প্রথমার্ধেই ৬-০ এগিয়ে যায় ডেনমার্ক। ৮১ মিনিটে সপ্তম গোল করেন রবার্ট স্কোভ। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে ৮-০ করেন মার্কাস ইংভার্টসেন। সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্বে এটাই এখনও পর্যন্ত সব চেয়ে বড় ব্যবধানে জয় ডেনমার্কের।

কাতারে বিশ্বকাপের জন্য নির্মাণকার্যে মানবাধিকার লঙ্ঘন হওয়ার প্রতিবাদ জানিয়ে রবিবার ‘এফ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে ডেনমার্কের ফুটবলারেরাও ‘ফুটবল সাপোর্টস চেঞ্জ’ (ফুটবল পরিবর্তনকে সমর্থন করে) লেখা বিশেষ টি-শার্ট পরে এসেছিলেন। মলডোভাকে আট গোলে চূর্ণ করে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের টেবলের শীর্ষ স্থানে রয়েছে ডেনমার্ক। রবিবার ফারো আইল্যান্ডকে ৩-১ হারিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া।

অপ্রতিরোধ্য ইংল্যান্ড: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ‘আই’ গ্রুপের প্রথম ম্যাচে সান মারিনোর বিরুদ্ধে অধিনায়ক হ্যারি কেন-কে বিশ্রাম দিয়েছিলেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। রবিবার আলবেনিয়ার বিরুদ্ধে গোল করেই প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন তিনি। ম্যাচের ৩৮ মিনিটে লুক শ-র ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন হ্যারি। ইংল্যান্ডের হয়ে ৩৩টি গোল হয়ে গেল তাঁর। যদিও জাতীয় দলের হয়ে প্রায় দু’বছর পরে গোল পেলেন হ্যারি। ২০১৯ সালের নভেম্বরে ইংল্যান্ডের হয়ে শেষ গোল করেছিলেন তিনি।

রবিবার তিরানায় আলবেনিয়ার বিরুদ্ধে ৬৩ মিনিটে হ্যারির পাস থেকে ইংল্যান্ডকে ২-০ এগিয়ে দেন মেসন মাউন্ট। প্রথম ম্যাচে সান মারিনোকে ৫-০ হারিয়েছিল ইংল্যান্ড। রবিবার আলবেনিয়াকে ২-০ হারিয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের এক নম্বরে রয়েছে সাউথগেটের দল। সমসংখ্যক ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পোলান্ড।

ছিটকে গেলেন লেয়নডস্কি: অ্যান্ডোরার বিরুদ্ধে ৩-০ দুরন্ত জয়ের রাতেই ধাক্কা খেল পোলান্ড। হাঁটুতে চোট পাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না রবার্ট লেয়নডস্কি। রবিবার অ্যান্ডোরার বিরুদ্ধে জোড়া গোল (৩৫ ও ৫৫ মিনিট) করেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। চোটের কারণে ৬৩ মিনিটে অধিনায়ক লেয়নডস্কিকে তুলে কারোল সিদারেস্কিকে নামান পোলান্ড কোচ পাওলো সৌসা। খেলা শেষ হওয়ার দু’মিনিট আগে ৩-০ করেন কারোল। পোলান্ড ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, লিগামেন্টে চোট পাওয়ায় দশ দিন মাঠের বাইরে থাকতে হবে লেয়নডস্কিকে। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে প্যারিস সাঁ জারমাঁ-র বিরুদ্ধেও তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হল। চিকিৎসার জন্য তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখের কাছেই ফিরে যাচ্ছেন লেয়নডস্কি।

জয়ে ফিরল ফ্রান্স: ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্রথম ম্যাচেই ইউক্রেনের বিরুদ্ধে আটকে গিয়েছিল ফ্রান্স। রবিবার ‘ডি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে কাজ়াখস্তানের বিরুদ্ধে অবশ্য জিততে সমস্যা হয়নি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়নদের। আগের ম্যাচে কিলিয়ান এমবাপের সমালোচনা করেছিলেন ফরাসি কোচ দিদিয়ে দেশঁ। রবিবার প্যারিস সাঁ জারমাঁ তারকাকে বাদ দিয়েই প্রথম একাদশ গড়েছিলেন। ম্যাচের ১৯ মিনিটে অ্যান্টনি মার্শিয়ালের পাস থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন ওসুমানে দেম্বেলে। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে কাজ়াখস্তানের ডিফেন্ডার সের্গেই মালি বল বিপন্মুক্ত করতে গিয়ে নিজের গোলে ঢুকিয়ে দেন।

কাজ়াখস্তানকে হারিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষ স্থান থাকলেও স্বস্তি নেই ফরাসি শিবিরে। ম্যাচে ৫৯ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মার্শিয়াল। তাঁর জায়গায় নামেন এমবাপে। কিন্তু মাঠে নামার আগে সতীর্থের সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়িয়েছেন তিনি।

স্পেনের নাটকীয় জয়: সংযুক্ত সময়ে গোল করে জর্জিয়াকে হারিয়ে স্পেনকে নাটকীয় জয় উপহার দিলেন দানি ওলমো। ‘বি’ গ্রুপের ম্যাচে রবিবার প্রথমার্ধ শেষ হওয়ার দু’মিনিট আগেই পিছিয়ে পড়েন আলভারো মোরাতা-রা। বাঁ-পায়ের দুরন্ত শটে গোল করে জর্জিয়াকে এগিয়ে দেন খুইচা কাভারাতসেলিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতেই স্পেন কোচ লুইস এনরিকে জোড়া পরিবর্তন করেন। ব্রায়ান খিলের পরিবর্তে দানি ওলমো এবং দিয়েগো লোরেন্তের বদলে ইনিগো মার্তিনেস মাঠে নামেন। ৫৬ মিনিটে জর্দি আলবার পাস থেকে গোল করে ১-১ করেন ফেরান তোরেস। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ২-১ করেন দানি। এর মিনিট দুয়েক পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জর্জিয়ার লেভান শেঙ্গেলিয়া।

রবিবার কসোভোকে ৩-০ হারিয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ স্থান দখলে রেখেছে সুইডেন। সমসংখ্যক ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন।

দুরন্ত ইটালি: আন্দ্রেয়া বেলোত্তি ও ম্যানুয়েল লোকাতেল্লি যুগলবন্দিতে বুলগেরিয়াকে ২-০ হারাল ইটালি। ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বেলোত্তি। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে ২-০ করেন লোকাতেল্লি। টানা দু’ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষ স্থানেই থাকল ইটালি। দ্বিতীয় স্থানে থাকা সুইৎজ়ারল্যান্ডেরও সমসংখ্যক ম্যাচ খেলে ৬ পয়েন্ট। গোল পার্থক্যে এগিয়ে থাকায় এক নম্বরে রয়েছে ইটালি।

গোলপোস্ট বিতর্ক: কিবুনপার্ক স্টেডিয়ামের গোলপোস্টের এক দিকের উচ্চতা বেশি থাকায় রবিবার ১৫ মিনিট দেরিতে শুরু হল সুইৎজ়ারল্যান্ড বনাম লিথুয়ানিয়া ম্যাচ। খেলা শুরু হওয়ার আগে ম্যাচ আধিকারিকরা পরীক্ষা করতে গিয়ে দেখেন, গোলপোস্টের এক দিকের উচ্চতা প্রায় ৫ থেকে ১০ সেন্টিমিটার বেশি। কারণ, বাঁ দিকের পোস্ট মাটিতে ঠিক মতো বসানো নেই। সঙ্গে সঙ্গেই গোলপোস্ট পরিবর্তন করার নির্দেশ দেন তাঁরা। নতুন গোলপোস্ট বসিয়ে খেলা শুরু করতে ১৫ মিনিট দেরি হয়। তাতে অবশ্য সুইৎজ়ারল্যান্ডের জিততে সমস্যা হয়নি। ঘরের মাঠে দু’মিনিটে করা শেরদান শাকিরির গোলে লিথুয়ানিয়াকে ১-০ হারায় সুইৎজ়ারল্যান্ড।

ত্রাতা ন্যাব্রি: রোমানিয়ার বিরুদ্ধে জার্মানির ১-০ জয়ের রাতেও আলোচনার কেন্দ্রে মানবাধিকার রক্ষার দাবিতে প্রতিবাদের অভিনবত্ব। রবিবার বুখারেস্টে রোমানিয়ার বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার আগে জার্সি উল্টো করে পরেছিলেন জোসুয়া খিমিচরা। উদ্দেশ্য ছিল, মানবাধিকার রক্ষা করা নিয়ে রাষ্ট্রসঙ্ঘের ঘোষিত ৩০ দফা নীতির প্রতি দৃষ্টি আকর্ষণ করা।

আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচেও প্রতিবাদে সামিল হয়েছিলেন জার্মানির ফুটবলারেরা। সহজেই সে দিন ৩-০ জিতেছিল ওয়াকিম লো-র দল। রবিবার অবশ্য রীতিমতো কষ্ট করে জিতল জার্মানি। ম্যাচের ১৬ মিনিটে একমাত্র গোলটি করেন স‌্যাজ ন্যাব্রি। ম্যাচের পরে খিমিচ বলেছেন, ‘‘আমাদের সৌভাগ্য যে রোমানিয়া সমতা ফেরাতে পারেনি।’’

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের এক নম্বরেই রয়েছে জার্মানি। দ্বিতীয় স্থানে থাকা আর্মেনিয়ার পয়েন্টও ২ ম্যাচে ৬। রবিবার তারা ২-০ হারিয়েছে আইসল্যান্ডকে। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষ স্থানে থাকলেন ম্যানুয়েল ন্যয়ার-রা।

অন্য বিষয়গুলি:

football Italy germany France Football Harry Kane Ousmane Dembélé
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy