সঞ্জু স্যামসনের দাপট বিজয় হাজারেতে। —ফাইল চিত্র।
ঘরোয়া ক্রিকেটে সঞ্জু স্যামসনের ব্যাট কথা বলছে। আর তাঁর হয়ে সওয়াল করেই চলেছেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।
শনিবার বিজয় হাজারে ট্রফিতে গোয়ার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেন কেরলের সঞ্জু। তার পরেই প্রতিভাবান ক্রিকেটারকে জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য বোর্ডের কাছে অনুরোধ করেন গম্ভীর। ভারতীয় ক্রিকেটে বেশ কয়েক দিন ধরেই সঞ্জুর নাম শোনা যাচ্ছে।
গম্ভীর টুইট করে জানিয়েছিলেন, উইকেটের পিছনে সঞ্জু স্যামসনই তাঁর পছন্দের ক্রিকেটার। ঋষভ পন্থ সুযোগ পেয়েও চার নম্বরে সে ভাবে সাফল্য পাননি। সঞ্জুকে চার নম্বরে কেন ব্যবহার করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছিলেন গম্ভীর।
আরও পড়ুন: পাক ক্রিকেটাররা কি অলিম্পিক্স বা ডব্লিউডব্লিউই-তে যাবে? তীব্র কটাক্ষ আমির সোহেলের
শনিবার তিন নম্বরে ব্যাট করতে নেমে গোয়ার বোলারদের শাসন করেন সঞ্জু। ৯৯ বলে ১৫০ রানে পৌঁছন তিনি। ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সঞ্জুর ইনিংসে ছিল ২১টি বাউন্ডারি আর ১০টি ওভার বাউন্ডারি। এই দুরন্ত কীর্তির জন্য টুইট করে সঞ্জু স্যামসনকে অভিনন্দন জানান গম্ভীর। প্রতিভাবান সঞ্জুকে অবিলম্বে সুযোগ দিক বোর্ড, এমন কথাও লেখেন গম্ভীর।
Well done @IamSanjuSamson on a double hundred in a domestic one-day game!!! This man is bursting at seams with talent and talent must meet opportunity very soon @BCCI @StarSportsIndia #VijayHazareTrophy #VijayHazare
— Gautam Gambhir (@GautamGambhir) October 12, 2019
আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে হার, সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিলেন মেরি কম
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy