একান্তে: অনুষ্কাকে নিয়ে ভুটানে ৩১তম জন্মদিন পালন করলেন বিরাট কোহালি। দু’জনে মিলে জ্বালালেন প্রদীপ।
বিরাট কোহালির জন্মদিনে ভেসে আসছে একের পর এক শুভেচ্ছাবার্তা। শুধু ভারত বা ক্রিকেট খেলিয়ে দেশগুলি থেকেই নয়, বার্তা এসেছে সেই গণ্ডি ছাড়িয়েও।
ভারত অধিনায়ককে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান এবং প্রাক্তন তারকারা। যে তালিকায় আছেন রায়ান গিগস (প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফুটবলার), সাদিয়ো মানে (লিভারপুল), রিয়াদ মাহরেজ, বার্নার্দো সিলভা (ম্যাঞ্চেস্টার সিটি)। প্রিমিয়ার লিগের সরকারি টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘‘আরও এক বছর বয়স হল বিরাটের। প্রিমিয়ার লিগের তারকারা শুভেচ্ছা জানিয়েছে ভারত অধিনায়ককে।’’
স্ত্রী অনুষ্কা শর্মাও তাঁর স্বামীর উদ্দেশে টুইটারে লিখেছেন, ‘‘আমার বন্ধু, আমার সত্যিকারের ভালবাসা। আশা করব, তুমি সেই আলো খুঁজে পাবে যা তোমাকে জীবনে রাস্তা দেখাবে। আর প্রতিবার ঠিক কাজটাই করবে।’’ এর পরে আরও একটা টুইটে অনুষ্কা লেখেন, ‘‘তোমার সহমর্মিতা তোমাকে এত ভাল এক জন নেতা করে তুলেছে। প্রার্থনা করব, এই গুণ তোমার মধ্যে যেন সব সময় দেখা যায়। শুভ জন্মদিন, আমার প্রিয়তম।’’
কোহালির কাছে যিনি প্রেরণার আর এক নাম, সেই সচিন তেন্ডুলকরের টুইট, ‘‘জন্মদিনটা দারুণ কাটুক বিরাট। রান করে যাও আর দেশকে একই আবেগ নিয়ে নেতৃত্ব দাও। শুভেচ্ছা রইল।’’
শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তাঁর সতীর্থেরা। পাঠিয়েছেন ভারতের হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর টুইটে শাস্ত্রী লিখেছেন, ‘‘শুভ জন্মদিন। ছুটিটা দারুণ কাটাও আর বছরটা কাঁপিয়ে দাও।’’ তাঁর এক সময়কার সতীর্থ হরভজন সিংহের টুইট, ‘‘আমার ছোটে বীর, জন্মদিনের অনেক শুভেচ্ছা। বিরাট কোহালি, আধুনিক যুগের ব্যাটিং মাস্টার, মাঠ এবং মাঠের বাইরে তোমার সাফল্য কামনা করি।’’ কুলদীপ যাদবের মতো জুনিয়রদের টুইট থেকে স্পষ্ট, বিরাট তাঁদের সামনে কত বড় প্রেরণা। এই চায়নাম্যান বোলারের টুইট, ‘‘তোমার দায়বদ্ধতা, খেলাটার প্রতি তোমার আবেগ, সবার সামনে একটা বড় উদাহরণ।’’
জন্মদিনে ছুটি কাটানোর ফাঁকে অনুষ্কার সঙ্গে ছবি পোস্ট করে সবাইকে ধন্যবাদ দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট। স্ত্রীর সঙ্গে একান্তে ভুটান ভ্রমণের ছবি দিয়ে তিনি টুইট করেছেন, ‘‘জীবনসঙ্গীনির সঙ্গে এই স্বর্গীয় পরিবেশে এসে নিজেকে আশীর্বাদধন্য মনে করছি। সকলকে জানাই আমাদের
অন্তরের ভালবাসা।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy