এই আইপিএল যেমন বহু দুর্দান্ত ক্রিকেটারের জন্ম দিয়েছে, তাঁদের প্রচারের আলোয় এনেছে, তেমনই বহু অজানা অক্রিকেটারকেও প্রচারের মঞ্চে তুলে এনেছে। স্রেফ দর্শকাসনে বসেই ফোকাস নিজের দিকে ঘুরিয়ে নেটমাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন। দেখে নেওয়া যাক জনপ্রিয়তায় বিরাট কোহলী, মহেন্দ্র সিংহ ধোনিদের চ্যালেঞ্জ দেওয়া ‘আইপিএল গার্ল’দের।