Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Formula 1

করোনা আক্রান্ত ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন

বাহরাইন গ্রাঁ প্রি শুরু হওয়ার আগে নিয়ম অনুযায়ী যে টেস্ট করা হয়েছিল তাতেই লুইসের রিপোর্ট পজিটিভ এসেছে। 

করোনা আক্রান্ত লুইস হ্যামিলটন। ছবি: এএফপি

করোনা আক্রান্ত লুইস হ্যামিলটন। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ১৪:০৩
Share: Save:

করোনা আক্রান্ত ৭ বারের ফর্মুলা ওয়ান বিজয়ী লুইস হ্যামিল্টন। মঙ্গলবার ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ তাদের টুইটার হ্যান্ডলে এই খবর জানিয়েছে।

ইতিমধ্যেই লুইস আইসোলেশনে রয়েছেন। তাঁর সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদেরকেও চিহ্নিত করা হয়েছে। বাহরাইন গ্রাঁ প্রি শুরু হওয়ার আগে নিয়ম অনুযায়ী যে টেস্ট করা হয়েছিল তাতেই লুইসের রিপোর্ট পজিটিভ এসেছে।

তৃতীয় ফর্মুলা ওয়ান ড্রাইভার হিসেবে করোনা আক্রান্ত হলেন লুইস। তাঁর আগে সার্জিয়ো পেরেজ এবং ল্যান্স স্ট্রল করোনা আক্রান্ত হয়েছিলেন।পরবর্তী বাহারাইন গ্রাঁ প্রি-তে মার্সিডিজের হয়ে নামতে চলা লুইসের পরিবর্ত এখনও ঘোষণা করেনি ওই সংস্থা। এর আগে ৩ বার পরীক্ষা করে হলেও তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ৪ ডিসেম্বর প্রথম প্র্যাক্টিসের আগে তাঁর রিপোর্ট পজিটিভ আসায় আর নামা হচ্ছে না লুইসের।

অন্য বিষয়গুলি:

Formula 1 Lewis Hamilton Covid-19 positive
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE