Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪
RG Kar Medical College and Hospital Incident

সানা অসুস্থ না হলে বুধবার ‘রাত দখলে’ শামিল হতাম আমরাও, জানালেন সৌরভ-পত্নী ডোনা

বুধবার রাতে কলকাতার ‘রাস্তা দখল’-এ নামতেন ডোনা গঙ্গোপাধ্যায়। কিন্তু কন্যা সানা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর পক্ষে তা সম্ভব হয়নি।

Sourav Ganguly and Dona Ganguly

সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৪ ১৭:২৭
Share: Save:

বুধবার রাতে ‘রাস্তা দখল’-এ নামতেন ডোনা গঙ্গোপাধ্যায়। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর পক্ষে তা সম্ভব হয়নি। কারণ, কন্যা সানা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে জানালেন ডোনা নিজেই।

আরজি কর মেডিক্যাল কলেজে এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কলকাতার রাস্তায় নেমেছিলেন মেয়েরা। সেই রাত দখলের কর্মসূচিতে ডোনারও শামিল হওয়ার ইচ্ছা ছিল। বললেন, ‘‘সে দিন আমরা ঠিক করেছিলাম পথে নামব। কিন্তু সানার হঠাৎ ডিহাইড্রেশন হয়। বমি করতে শুরু করে। তাই আমাদের আর নামা হয়নি।’’ ‘আমাদের’ বলতে তিনি কি সৌরভের কথাও বলতে চেয়েছেন? সৌরভেরও কি সে দিন পথে নামার পরিকল্পনা ছিল? এটি অবশ্য ডোনার বক্তব্যে স্পষ্ট হয়নি। শনিবারের অনুষ্ঠানে ছিলেন সৌরভও। তাঁকে জিজ্ঞাসা করা হয়, ভবিষ্যতে আবার যদি রাত দখলের কর্মসূচি নেওয়া হয়, তিনি কি পথে নামবেন? ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শুধু বললেন, ‘‘দেখা যাক।’’

আরজি করের ঘটনার নিন্দা করেছেন সৌরভ। বললেন, ‘‘এই ঘটনা ভয়ঙ্কর। দোষীদের এমন শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এ রকম ঘটনা কেউ ঘটাতে না পারে।’’ অপরাধীরা শাস্তি পাবে, এ ব্যাপারে আশাবাদী তিনি। বললেন, ‘‘সিবিআই তদন্ত করছে। আশা করব দোষী চিহ্নিত হবে। শাস্তি হবে।’’ স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতা যে ভাবে প্রতিবাদে শামিল হয়েছিল, তা নিয়ে সৌরভ বললেন, ‘‘মানুষ প্রতিবাদ করেছেন। এ ঘটনা পৃথিবীর যে কোনও প্রান্তে হোক না কেন, মানুষ এ ভাবেই গর্জে উঠতেন।’’

চিকিৎসকদের প্রতিবাদ, আন্দোলন নিয়ে সৌরভের বক্তব্য, ‘‘এই দিকটা চিকিৎসকদের ভাবা উচিত। অনেক মানুষ চিকিৎসকদের দিকে তাকিয়ে থাকেন। চিকিৎসা না পেলে অসুস্থ মানুষদের অসুবিধা হয়।’’

সৌরভের মতো ডোনাও আরজি করের ঘটনার প্রতিবাদ করে বললেন, ‘‘এই ঘটনাকে যা-ই বলি না কেন, কম বলা হয়। সবচেয়ে বড় কথা, মেয়েটিকে তার কর্মস্থলে প্রাণ হারাতে হয়েছে। এই ঘটনার নিন্দা করার ভাষা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE