Former Australian Cricketer Shaun Tait married a model from Mumbai Mashoom Singha dgtl
cricket
ইঞ্জিনিয়ার হয়েও ফ্যাশন মঞ্চে, অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলারের স্ত্রী মুম্বইয়ের এই মডেল ব্যস্ত ঘরকন্নায়
সুইমসুট মডেল এবং ওয়াইন ব্যবসায়ী মাশুমের সঙ্গে ২০১০ সালে টেটের আলাপ হয়েছিল আইপিএল ম্যাচ পরবর্তী এক পার্টিতে। সে বছর টেট খেলছিলেন রাজস্থান রয়্যালসে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১৬:৩১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
ভারতীয় নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যে সব বিদেশি ক্রিকেটার এ দেশের জামাই হয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম শন টেট। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার বিয়ে করেছেন মডেল মাশুম সিঙ্ঘাকে।
০২১৬
সুইমসুট মডেল এবং ওয়াইন ব্যবসায়ী মাশুমের সঙ্গে ২০১০ সালে টেটের আলাপ হয়েছিল আইপিএল ম্যাচ পরবর্তী এক পার্টিতে। সে বছর টেট খেলছিলেন রাজস্থান রয়্যালসে।
০৩১৬
ক্রমে তাঁদের আলাপ পাল্টে যায় প্রেমে। সে সময় টেটের সঙ্গে মাসুমের প্রেমপর্ব দীর্ঘদিন ছিল শিরানামে। ২০১৩ সালে মাশুমকে প্রোপোজ করেন টেট।
০৪১৬
১ বছর পরে, ২০১৪ সালের ১২ জুন ক্যাথলিক খ্রিস্টধর্মমতে তাঁদের বিয়ে হয়েছিল মুম্বইয়ের এক নামী হোটেলে। এর ৩ বছর পরে তাঁরা বিয়ে করেন ভারতীয় ঘরানাতেও।
০৫১৬
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ‘হোটেল এলিয়ট’-এর মালিক এই দম্পতি।
০৬১৬
মাশুমের জন্ম এবং পড়াশোনা মুম্বইয়ে। তাঁর বাবা পাইলট এবং মা শিক্ষিকা। মাসুম আইটি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পেয়েছেন। কিন্তু গত ধরা চাকরির বদলে তাঁর পছন্দ ছিল বিনোদন ও ফ্যাশন দুনিয়া।
০৭১৬
মাশুমের দিদি শমিতাও পেশায় মডেল। ২০০১ সালে তিনি ‘মিস আর্থ ইন্ডিয়া’ শিরোপা পান। দিদিকে দেখেই ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বছর থেকে মডেলিং শুরু করেন মাশুম।
০৮১৬
দিদি শমিতাই ছিলেন মাশুমের মডেলিংয়ের প্রেরণা। মাশুম চেয়েছিলেন বড় হয়ে ইঞ্জিনিয়ার বা পাইলট বা আিনজীবী হবেন। কিন্তু শমিতাকে দেখে সিদ্ধান্ত পরিবর্তন করে পেলেন।
০৯১৬
বহু নামী ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন মাশুম। নামী ডিজাইনারদের পোশাকে সেজে অংশ নিয়েছেন ফ্যাশন শো-এ।
১০১৬
ফ্যাশন দুনিয়ার পাশাপাশি মাশুমের আরও একটি পরিচয় আছে। তিনি পর্বতারোহী। ভালবাসেন বেড়াতেও। দিদির সঙ্গে তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাও পরিচালনা করেন।
১১১৬
কাজের বাইরে মাশুমের সময় জুড়ে থাকে তাঁদের একমাত্র শিশুকন্যা।
১২১৬
মাশুমকে তাঁর ব্যবসা সংক্রান্ত কাজে সাহায্য করেন তাঁর স্বামীও। ২০১৭ সালে অবসর গ্রহণের পরে শন টেট এখন আদ্যন্ত ফ্যামিলিম্যান।
১৩১৬
অস্ট্রেলিয়ার জাতীয় দলে টেটের অভিষেক ২০০৫ সালে। সে বছরেই প্রথম টেস্ট খেলেন তিনি। ওয়ান ডে ম্যাচে আত্মপ্রকাশ তার ২ বছর পরে।
১৪১৬
চোট আঘাতে বার বার বিধ্বস্ত হয়েছে ফাস্ট বোলার টেটের কেরিয়ার। তবে টেস্টের তুলনায় তিনি অনেক বেশি সফল ওয়ান ডে ক্রিকেটে। ২০০৭ সালে বিশ্বজয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
১৫১৬
সংক্ষিপ্ত কেরিয়ারে ৩ টেস্টে ফাস্ট বোলার টেট উইকেট পেয়েছেন ৫ টি। মোট রান ২০। ৩৫ টি ওয়ানডেতে তাঁর উইকেট শিকারের সংখ্যা ৬২। মোট রান করেছেন ২৫।
১৬১৬
অবসরের পরে শন টেট তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রীর সঙ্গে উপভোগ করছেন পারিবারিক জীবন। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও পারিবারিক পরিসরকে যতটা সম্ভব আড়ালে রাখতেই ভালবাসেন টেট দম্পতি।