Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Copa America 2024

কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপায় তৃতীয় উরুগুয়ে, নায়ক সেই সুয়ারেজ

কলম্বিয়ার কাছে সেমিফাইনালে হেরে কোপা আমেরিকা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল উরুগুয়ের। তৃতীয় স্থানের লড়াইয়েও কানাডাকে হারাতে বেগ পেতে হল সুয়ারেজদের।

Picture of Luis Suare

লুইস সুয়ারেজ। ছবি : এএফপি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৪ ১১:৫৯
Share: Save:

কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থানে শেষ করল উরুগুয়ে। নির্ধারিত সময়ের খেলা ২-২ ফলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতলেন লুইস সুয়ারেজরা।

তৃতীয় স্থান নির্ণয়ের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে উরুগুয়ে। ৮ মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন রদ্রিগো বেন্তাঙ্কুর। পিছিয়ে পড়েও হতাশ হয়ে পড়েনি খাতায়-কলমে দুর্বল কানাডা। সমানে সমানে লড়াই চালিয়েছে তারা। ২২ মিনিটে সমতা ফেরান ইসমাইল কোন। প্রথমার্ধে কোনও দলই আর গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ঝাঁঝ আরও বৃদ্ধি করেন সুয়ারেজরা। তবু কানাডার রক্ষণ ভাঙতে পারেনি ১৫ বার কোপা আমেরিকাজয়ীরা। খেলার গতির কিছুটা বিপরীতেই ৮০ মিনিটে কানাডাকে এগিয়ে দেন জোনাথন ডেভিড। ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ে কিছুটা চাপে পড়ে যান সুয়ারেজরা। ইতিহাস গড়ার স্বপ্ন দেখতে থাকা কানাডাকে হতাশ করেন সেই সুয়ারেজই। সংযুক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গোল করেন সুয়ারেজ।

২-২ ফলে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর টাইব্রেকারে নির্ধারিত হয় ফলাফল। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে গোল খেয়ে যাওয়া কানাডার ফুটবলারেরা কিছুটা হতাশ হয়ে পড়েন। যা প্রভাব ফেলে টাইব্রেকারের সময়ও। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় উরুগুয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Copa America 2024 Uruguay canada luis suarez
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE