চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আবার পুরনো প্রতিপক্ষের মুখে গত বারের বিজয়ী রিয়াল মাদ্রিদ। তারা খেলবে চেলসির বিরুদ্ধে। অন্য দিকে, পেপ গুয়ার্দিওলা মুখোমুখি হচ্ছেন প্রাক্তন দলের। ড্রয়ে ম্যাঞ্চেস্টার সিটিকে কোয়ার্টারে খেলতে হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
শুক্রবার সুইৎজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়ন্স লিগের ড্র হয়। সেখানেই রিয়াল এবং চেলসির দ্বৈরথ চূড়ান্ত হয়েছে। রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি অতীতে চেলসিকে কোচিং করিয়েছেন। সেই হিসাবে, তাঁকেও পুরনো ক্লাবের মুখোমুখি হতে হচ্ছে। গ্রাহাম পটারের চেলসি এই মুহূর্তে খুব একটা ভাল ছন্দে নেই। ইপিএলে দশে রয়েছে তারা। গত বার চেলসির বিরুদ্ধে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছিল রিয়াল। এ বার ছন্দের বিচারে তাদের কাজ কিছুটা হলেও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
— UEFA Champions League (@ChampionsLeague) March 17, 2023
Real Madrid vs Chelsea 🏴
Benfica vs Inter
🏴 Man City vs BayernMilan vs Napoli
![]()
*FC Internazionale Milano's match has been reversed in accordance with the principles set by the Club Competitions Committee. #UCLdraw pic.twitter.com/m1gMqFs1fV
আরও পড়ুন:
বায়ার্ন এ বারের চ্যাম্পিয়ন্স লিগে আটটি ম্যাচেই জিতেছে। প্রথম পর্বে তারা সিটির মাঠে খেলবে। সিটিও আগের ম্যাচে ৭-০ জিতেছে। আর্লিং হালান্ড করেছেন পাঁচটি গোল। তবে গুয়ার্দিওলার একটা চিন্তা হল, জার্মানিতে গিয়ে ইংরেজ ক্লাবগুলির রেকর্ড ভাল নয়। ছন্দের বিচারে জুলিয়ান নাগেলসম্যানের বায়ার্ন এগিয়ে থেকেই নামবে। এই ম্যাচের বিজয়ী সেমিফাইনালে খেলবে রিয়াল বনাম চেলসি ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।
এ দিকে, অন্য সেমিফাইনালে মিলান ডার্বি হতে পারে। একটি কোয়ার্টার ফাইনালে এসি মিলান মুখোমুখি হচ্ছে নাপোলির। দুই ইটালির ক্লাবের মুখোমুখি হওয়া চ্যাম্পিয়ন্স লিগে বেশ ব্যতিক্রমী ঘটনা। নাপোলি এই মুহূর্তে ইটালীয় লিগে শীর্ষে। বেশ ছন্দেও রয়েছে তারা। অন্য কোয়ার্টার ফাইনালে, ইন্টার মিলান খেলবে বেনফিকার বিরুদ্ধে। মিলানের দুই ক্লাব জিতলেই সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে। ১২ বছর পর কোয়ার্টার ফাইনালে খেলছে ইন্টার। এসি মিলান খেলছে ১১ বছর পর। তারা সাত বারের চ্যাম্পিয়ন।
সেমিফাইনালের প্রথম পর্বগুলি খেলা হবে ১১ এবং ১২ এপ্রিল। দ্বিতীয় পর্ব খেলা হবে ১৮ এবং ১৯ এপ্রিল। সেমিফাইনাল হবে ৯-১৭ মে-র মধ্যয়ে। ফাইনালে ১০ জুন, ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক্স স্টেডিয়ামে।