মোহনবাগানের সঙ্গে তিন বছরের সম্পর্ক শেষ স্প্যানিশ ফুটবলারের। —ফাইল চিত্র
দীর্ঘ দিন ধরেই চোটের কারণে খেলতে পারছিলেন না তিরি। এই মিডফিল্ডারকে ছেড়েই দিল মোহনবাগান। বুধবার স্প্যানিশ ফুটবলার নিজেই জানালেন যে তাঁর মোহনবাগানের সঙ্গে তিন বছরের সম্পর্ক শেষ হল। তিনি নিজেও অবাক হঠাৎ করে দল তাঁকে ছেড়ে দেওয়ায়।
বুধবার তিরি টুইট করে লেখেন, “গত তিন বছরের জন্য ধন্যবাদ এটিকে মোহনবাগান। সমর্থকদের ধন্যবাদ আমাকে ভালবাসার জন্য। অন্য ভাবে বিদায় জানাতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই এটা ঘটল। জীবনে কিছু কিছু সিদ্ধান্ত এই ভাবেই নিতে হয়। নতুন সুযোগ পাওয়ায় আমি বিশ্বাস করি। সকলকে খুব মিস করব।” এই লেখার সঙ্গে মোহনবাগানের জার্সিতে তাঁর খেলার বেশ কিছু ভিডিয়ো পোস্ট করেন তিরি।
Thanks @atkmohunbaganfc for these 3 years!🙏🏼 Thanks to the fans for all your love towards me! I would have liked to say goodbye in a different way, but things happened quickly and in life you have to make decisions and believe in new opportunities! i will miss you!♥️Thank you…🙏🏼 pic.twitter.com/3KfCvfAUtx
— 𝐓𝐢𝐫𝐢🐯 (@Tiri1991) May 10, 2023
২০২০ সালে সবুজ-মেরুনে যোগ দেন তিরি। ২০১৫ সালে এটিকে-তে যোগ দিয়েছিলেন তিনি। পরে জামশেদপুর এফসি-তেও খেলেন। মোহনবাগানের হয়ে তিন বছরে ৩৮টি ম্যাচ খেলেছেন লিগে। এক সময় আইএসএলের সব থেকে বেশি ম্যাচ খেলা বিদেশি ছিলেন তিরি। ১০০-র বেশি ম্যাচ খেলেছেন এই লিগে। স্পেনের তৃতীয় ডিভিশন ফুটবল লিগে খেলতেন তিরি। ৬ ফুটের বেশি লম্বা এই মিডফিল্ডার রক্ষণভাগেও দলের ভরসা হয়ে উঠতেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy