আইএসএলে টানা দ্বিতীয় বার লিগ-শিল্ড জয় নিশ্চিত করতে মোহনবাগান সুপার জায়ান্টের প্রয়োজন আরও ছয় পয়েন্ট। বাকি রয়েছে চারটি ম্যাচ। সবুজ-মেরুন সমর্থকরা খেতাব জয়ের আগাম উৎসবও শুরু করে দিয়েছেন।
এ ক্ষেত্রে ব্যতিক্রম মোহনবাগানের কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা। তিনি কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে শনিবারের ম্যাচ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতেই চান না। তাঁকে অস্বস্তিতে রাখছে চোটের কারণে সাহাল আব্দুল সামাদ, আশিস রাই ও অনিরুদ্ধ থাপার ছিটকে যাওয়া। নির্বাসিত হওয়ায় নেই গ্রেগ স্টুয়ার্টও। তবে স্বস্তি ফিরছে জেমি ম্যাকলারেন অনুশীলন করায়।
২০টি ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট অর্জন করে টেবলের শীর্ষ স্থানে রয়েছে গত মরসুমের লিগ-শিল্ড জয়ীরা। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা গোয়ার সংগ্রহে ৩৯ পয়েন্ট। খেতাব নিশ্চিত করার জন্য মোহনবাগানের প্রয়োজন ৫২ পয়েন্ট। বাকি সব ম্যাচ জিতলেও গোয়া ৫১ পয়েন্টের বেশি অর্জন করতে পারবে না। বৃহস্পতিবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জামশেদপুর এফসি ০-২ হেরে যাওয়ায় শিল্ড জয়ের দৌড় থেকে কার্যত ছিটকে গেল খালিদ জামিলের দল।
লিগ-শিল্ড জয়ের অঙ্ক নিয়ে না ভেবে যুবভারতীতে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মলিনা বলে দিলেন, ‘‘কত পয়েন্ট পেলে লিগ-শিল্ড জিতব তা নিয়ে আগ্রহী নই। এই মুহূর্তে একটাই ভাবনা— কী ভাবে ম্যাচটা নিয়ন্ত্রণে রেখা জেতা যায়।”
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)