Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Russia Ukraine War

Russia Ukraine War: যুদ্ধ বন্ধের বার্তা পেলের

এ ভাবে শিশুদের স্বপ্ন মিসাইলের আঘাতে গুঁড়িয়ে দেওয়ার, পরিবারকে ধ্বংস করার, নির্দোষদের হত্যা করার কোনও অর্থ হয় না।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ০৭:২৬
Share: Save:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে হামলা বন্ধ করার বার্তা দিলেন কিংবদন্তি পেলে। স্কটল্যান্ডের বিরুদ্ধে ইউক্রেনের বিশ্বকাপের প্লে-অফ সেমিফাইনালে নামার আগে গণমাধ্যমে পেলে লেখেন, ‘‘অন্তত ৯০ মিনিটের জন্য ইউক্রেন ওদের দেশে যা চলছে সেটা ভুলে থাকতে পারবে।’’ ম্যাচে ইউক্রেন ৩-১ গেলে হারায় স্কটল্যান্ডকে।

পেলে আরও লিখেছেন, ‘‘এই সুযোগে আমি অনুরোধ করতে চাই, হামলা বন্ধ করুন। এই নিরন্তর হামলা অর্থহীন’’ যোগ করেছেন, ‘‘এই দ্বন্দ্ব থেকে যন্ত্রণা, ভয়, আতঙ্ক ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। যুদ্ধ শুধু বিভেদ বাড়ায়। এ ভাবে শিশুদের স্বপ্ন মিসাইলের আঘাতে গুঁড়িয়ে দেওয়ার, পরিবারকে ধ্বংস করার, নির্দোষদের হত্যা করার কোনও অর্থ হয় না।’’ অতীতে পুতিনের সঙ্গে দেখার করার স্মৃতিও তুলে ধরেন পেলে। ‘‘এই দ্বন্দ্ব মেটানোর ক্ষমতা আপনার হাতে আছে। যে হাতে আমার সঙ্গে করমর্দন করেছিলেন আপনি মস্কোয়। যথন শেষ বার আমাদের ২০১৭ সালে সাক্ষাৎ হয়েছিল,’’ লিখেছেন পেলে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Russia Ukraine War pele
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE