স্টাড দ্য ফ্রান্সের গ্যালারিতে নাদাল। ছবি: টুইটার
রবিবার ফরাসি ওপেনে রয়েছে রাফায়েল নাদালের ম্যাচ। তার ঠিক আগের দিন নাদাল চলে গেলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ দেখতে। ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে নামার ২৪ ঘণ্টা আগে নাদালের ফুটবল মাঠে চলে যাওয়ায় অবাক অনেকেই।
আসলে মালোর্কার বাসিন্দা নাদাল রিয়াল মাদ্রিদের ভক্ত। লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ছিল প্যারিসে। নাদালও ফরাসি ওপেন খেলতে এই মুহূর্তে প্যারিসেই রয়েছেন। লক্ষ্য, ১৪তম ফরাসি ওপেন জয়। সুযোগ হাতছাড়া করতে চাননি ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। তার আগেই সাক্ষী থাকলেন নিজের প্রিয় ক্লাবের ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের।
লিভারপুলকে হারিয়ে তাঁর প্রিয় দল চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত স্পেনের টেনিস খেলোয়াড়। নাদাল বলেছেন, ‘‘আমি জিনেদিন জিদানকে দেখতে পাইনি। কিন্তু উনি ওখানেই ছিলেন। কারণ সকলেই জিদান জিদান বলে চিৎকার করছিলেন।’’ তাঁকে নিয়েও অবশ্য ফুটবল দর্শকদের মাতামাতি কম ছিল না। তিনি গ্যালারিতে আছেন জানতে পেরেই গোটা স্টেডিয়াম হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানায়। নাদালও ফুটবল জনতার উদ্দেশে হাত নাড়েন। উল্লেখ্য বার্সেলোনার প্রাক্তন ফুটবলার মিগুয়েল নাদাল তাঁরই এক কাকা।
Spotted 👀
— US Open Tennis (@usopen) May 28, 2022
@RafaelNadal is in attendance at the @ChampionsLeague Final! pic.twitter.com/J6v601qobM
রবিবার ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে নাদালের প্রতিপক্ষ প্রতিযোগিতার নবম বাছাই ফেলিক্স অগার আলিয়াসিমেই, যিনি আবার তাঁরই কাকা তথা প্রাক্তন কোচ টোনি নাদালের ছাত্র। চতুর্থ রাউন্ডে জিতলে প্রিকোয়ার্টার ফাইনালে নাদালের সম্ভাব্য প্রতিপক্ষ নোভাক জোকোভিচ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy