ব্রাজিলের একটি হাসপাতালে ফের ভর্তি করানো হল পেলেকে। কোলন ক্যানসারের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে তাঁকে। তবে কয়েক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
তিনটি বিশ্বকাপজয়ী পেলেকে প্রতি মাসে হাসপাতালে ভর্তি হতে হয়। ৮১ বছর বয়সের প্রাক্তন ফুটবলারের কেমোথেরাপি চলছে। গত বছর সেপ্টেম্বর মাসে তাঁর কোলন টিউমার হয় বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে। এর আগে ২০১৯ সালে কিডনিতে পাথর পাওয়া যায় পেলের। সেই সময়ও হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
২০১৪ সালে মূত্রনালীতে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পেলেকে। তাঁর বাঁদিকের কিডনিতে ডায়ালিসিস করা হয়। ১৯৭০ সালে পেলের ডানদিকের কিডনি বাদ দিতে হয়েছিল। সেই সময় খেলার মধ্যে ছিলেন ব্রাজিলের অন্যতম সফল ফুটবলার। কোমরের সমস্যার কারণে হুইলচেয়ারে করে চলাফেরা করেন তিনি।