নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। —ফাইল চিত্র।
চোটমুক্ত হয়ে তিনি অনুশীলন শুরু করে দিয়েছেন। কিন্তু ম্যাচ খেলার মতো শক্তি এখনও অর্জন করতে পারেননি। তাই বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে বাদ দিয়েই ব্রাজিল দল বেছে নিলেন কোচ দোরিভাল জুনিয়র।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল খেলবে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিরুদ্ধে। সৌদি আরবের আল হিলাল দলে যোগ দিলেও ব্রাজিলীয় তারকাকে ম্যাচে খেলানোর ঝুঁকি নিতে চায়নি তারা। সেই খবর পৌঁছেছে ব্রাজিল জাতীয় দলের কোচ দোরিভালের কানেও। তিনি বলেছেন, ‘‘আল হিলাল দলের কোচের সঙ্গে কথা হয়েছে। নেমার চোটমুক্ত হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু ম্যাচ খেলার মতো শারীরিক ধকল নেওয়ার মতো জায়গায় ও পৌঁছয়নি। ফলে আমিও ঝুঁকি নিতে চাই না।’’
ব্রাজিল দলের কোচ আরও বলেন, ‘‘বাস্তব ছবিটা হল, কোনও ম্যাচে মিনিট পনেরোর বেশি নেমারকে রাখা যাবে না। ফলে ওকে নিয়ে ধীরে চলো নীতি নিতেই হচ্ছে আমাদের। নেমারের সঙ্গে সেই বিষয় নিয়ে বিশদে কথা বলেছি। ও নিজেও পরিস্থিতিটা বুঝতে পেরেছে। সে ক্ষেত্রে আগামী বছর পর্যন্ত ওর জন্য অপেক্ষা করব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy