আরও একটি ট্রফি জেতার সুযোগ ভারতের দুই সেরা ক্লাবের সামনে। শনিবার যুবভারতীতে আইএসএলের কাপ ফাইনালে মুখোমুখি মোহনবাগান ও বেঙ্গালুরু। সেই ম্যাচে দু’দলের প্রথম একাদশ জানিয়ে দেওয়া হল।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে আগের ম্যাচে ন’নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কলকাতার বিরুদ্ধে দরকার পড়লেও আগে নামেননি তিনি। সেই কারণে ধোনির সমালোচনা চলছে। ৪৩ বছরের ধোনির মতো অবশ্য নিজেকে লুকিয়ে রাখেননি ৪০ বছরের সুনীল ছেত্রী। ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে শুরু থেকেই খেলবেন তিনি।
মোহনবাগানও সেমিফাইনালের দল বদলেছে। এই ম্যাচে শুরু থেকেই খেলবেন মনবীর সিংহ। আগের ম্যাচে পরিবর্ত হিসাবে নামানো হয়েছিল তাঁকে। তবে গ্রেগ স্টুয়ার্ট ও দিমিত্রি পেত্রাতোস এই ম্যাচেও বেঞ্চে রয়েছেন। অর্থাৎ, কামিংস-ম্যাকলারেন জুটি ব্যর্থ হলে স্টুয়ার্ট-পেত্রাতোস জুটিকে ব্যবহার করবেন মোলিনা।
আরও পড়ুন:
মোহনবাগানের প্রথম একাদশ— বিশাল কাইথ (গোলরক্ষক), শুভাশিস বসু (অধিনায়ক), টম অলড্রেড, আলবের্তো রগ্রিগেস, দীপেন্দু বিশ্বাস, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, আপুইয়া, মনবীর সিংহ, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন।
বেঙ্গালুরুর প্রথম একাদশ— গুরপ্রীত সিংহ সান্ধু (গোলরক্ষক), রাহুল ভেকে, চিংলেনসানা সিংহ, রায়ান উইলিয়ামস, সুরেশ সিংহ, আলবার্তো নগুয়েরা, সুনীল ছেত্রী (অধিনায়ক), এডগার মেন্ডেজ়, পেদ্রো কাপো, নিখিল পুজারি, রোশন সিংহ।