Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Mohammedan

Mohammedan: ১৩১তম প্রতিষ্ঠা দিবসে সুভাষ, সুরজিৎকে শ্রদ্ধা জানাল মহমেডান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ নঈমউদ্দিন, রহিম নবি, মহম্মদ ফরিদরা। তাঁদের সকলকে সম্মান জানানো হয় মহমেডান ক্লাবের তরফে। সেন্ট্রাল ইস্ট কলকাতা স্পোর্টস সংস্থা এবং সানরাইজ এফসি নামক দু’টি কোচিং ক্যাম্পকে জুতো, বল এবং খেলার সরঞ্জাম উপহার দেয় মহমেডান।

—নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ২২:০৫
Share: Save:

মহমেডানের ১৩১তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপিত হল মঙ্গলবার। ক্লাব তাঁবুতে সেই সঙ্গে শ্রদ্ধা জানানো হল সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্তের মতো ব্যক্তিত্বদেরও। সকাল ১১টার সময় ক্লাবের পতাকা তুলে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এ দিনের অনুষ্ঠানে সুভাষ, সুরজিৎ ছাড়াও শ্রদ্ধা জানানো হয়েছে আরও কিছু প্রয়াত খেলোয়াড়দের। তাঁদের মধ্যে রয়েছেন মহমেডান স্পোর্টিংয়ের প্রাক্তন খেলোয়াড় এন পাপান্না, চিন্ময় চট্টোপাধ্যায়, রাহুল কুমার, সৈয়দ জুবাইর আলাম, জনাব আনওয়ার নবি খান, কে আজিজ, আহমেদ হুসেইন, সৈয়দ আবিদ ইমাম, এবং অনূর্ধ্ব ১৯ কোচ মহম্মদ জালিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ নঈমউদ্দিন, রহিম নবি, মহম্মদ ফরিদরা। তাঁদের সকলকে সম্মান জানানো হয় মহমেডান ক্লাবের তরফে। সেন্ট্রাল ইস্ট কলকাতা স্পোর্টস সংস্থা এবং সানরাইজ এফসি নামক দু’টি কোচিং ক্যাম্পকে জুতো, বল এবং খেলার সরঞ্জাম উপহার দেয় মহমেডান।

মহমেডান সভাপতি আমিরউদ্দিন ববি, সহ-সভাপতি মহম্মদ কামারউদ্দিন এবং সচিব দানিশ ইকবালরা মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE