Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
স্পেনের দুই গোলদাতা নিকো এবং ওয়্যারজ়‌াবাল।

স্পেনের দুই গোলদাতা নিকো এবং ওয়্যারজ়‌াবাল। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০২:২৭
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০২:২৭ key status

ইউরো কাপ জিতল স্পেন

ইংল্যান্ডকে ফাইনালে ২-১ গোলে হারিয়ে দিল তারা।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০২:১৯ key status

৮৯ মিনিট। পর পর সেভ ইংল্যান্ডের

কর্নার থেকে রাইসের হেড বাঁচালেন গোলকিপার। ফিরতে হেড বাঁচালেন অলমো। তৃতীয় প্রচেষ্টা বাইরে গেল। বেঁচে গেল স্পেন।

Advertisement
timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০২:১৭ key status

৮৬ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ল

কুকুরেয়ার অসাধারণ পাস থেকে গোল করলেন ওয়্যারজ়াবাল। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে এগিয়ে গেল স্পেন।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০২:১২ key status

৮১ মিনিট। আরও একটি সেভ পিকফোর্ডের

এ বারও ইয়ামালের প্রচেষ্টা বাঁচিয়ে দিলেন তিনি। স্পেন অনবরত আক্রমণ করে যাচ্ছে। কিন্তু গোলের মুখ খুলছে না।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০২:০৩ key status

৭৩ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ল

সমতা ফেরাল ইংল্যান্ড। গোল খেয়ে একের পর এক আক্রমণ করছিল তারা। তার ফসল হিসাবেই গোল তুলে নিল। পরিবর্ত হিসাবে নামার তিন মিনিটের মধ্যে গোল করলেন কোল পামার।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:৫৬ key status

৬৭ মিনিট। ইয়ামালের শট বাঁচালেন পিকফোর্ড

অলমোর থেকে পাস দারুণ ভাবে উঠে গিয়ে শট করেছিলেন ইয়ামাল। তা বাঁচিয়ে দিলেন পিকফোর্ড।

Advertisement
timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:৫১ key status

৬০ মিনিট। উঠে গেলেন হ্যারি কেন

ম্যাচের এক ঘণ্টাতেই উঠে গেলেন ইংরেজ অধিনায়ক। নামলেন সেমিফাইনালে ইংরেজদের জেতানো ফুটবলার অলি ওয়াটকিন্স।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:৪৫ key status

৫৫ মিনিট। সুযোগ নষ্ট মোরাতার

সহজ একটি সুযোগ নষ্ট করলেন মোরাতা। তার পরেই নিকোর একটি গোলার মতো শট অল্পের জন্য বাইরে গেল।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:৩৯ key status

৪৭ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ল

ইংল্যান্ড বক্সের ডান দিকে বল পেয়েছিলেন ইয়ামাল। তিনি পাস দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা নিকোকে। ঠান্ডা মাথায় গোল করে স্পেনকে এগিয়ে দিলেন নিকো।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:১৯ key status

গোল হল না

স্পেনের আক্রমণ বনাাম ইংল্যান্ডের রক্ষণ। প্রথমার্ধে তবু দু’দলের মধ্যেই দেখা গেল সাবধানী ফুটবল। ফলে গোল হল না।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:১৬ key status

৪৫ মিনিট। সেভ সিমনের

রাইসের তোলা ফ্রিকিকে শট মেরেছিলেন ফোডেন। তা বাঁচিয়ে দিলেন উনাই সিমন।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:১৩ key status

৪২ মিনিট। মোরাতার সুযোগ নষ্ট

থ্রু বল পেয়েছিলেন মোরাতা। কিন্তু কাজে লাগাতে পারলেন না। কর্নার থেকেও লাভ তুলতে পারল না স্পেন।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:০১ key status

৩১ মিনিট। হলুদ কার্ড অলমোকে

ডেক্লান রাইসের উরুতে আঘাত করে হলুদ কার্ড দেখলেন অলমো।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০০:৫৬ key status

২৫ মিনিট। হলুদ কার্ড দেখলেন হ্যারি

রুইজ়ের পায়ে স্টাড দিয়ে আঘাত করার জন্য হলুদ কার্ড দেখলেন ইংরেজ অধিনায়ক।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০০:৪৯ key status

১৮ মিনিট। স্পেনের আক্রমণ

ইয়ামালের থেকে বল ঘুরে গিয়েছিল মোরাতার পায়ে। কিন্তু তিনি বল নিয়ন্ত্রণে রাখতে পারলেনই না। ইংরেজ ডিফেন্ডারদের কাছে আটকে গেলেন।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০০:৪৫ key status

১৫ মিনিট। প্রথম আক্রমণ ইংল্যান্ডের

ডান দিক থেকে উঠে গিয়েছিলেন ওয়াকার। তিনি বক্সে ক্রস করেছিলেন। তার আগেই ক্লিয়ার করে দিল স্পেন।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০০:৪২ key status

১২ মিনিট। ভাল সুযোগ নিকোর

বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন স্পেনের উইঙ্গার। কিন্তু শেষ মুহূর্তে আটকে দিলেন এক ইংরেজ ডিফেন্ডার। 

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০০:৩৬ key status

প্রথম কর্নার স্পেনের

যথারীতি পায়ে বল রেখে খেলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে স্পেন। খেলা হচ্ছে ইংল্যান্ডের অর্ধেই।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০০:৩৩ key status

শুরু ম্যাচ

স্পেন শুরু থেকেই আক্রমণ করছে। বাধা দেওয়ার চেষ্টা করছে ইংল্যান্ড। তারাও মঝে মাঝে আক্রমণে উঠছে।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০০:২৮ key status

সমাপ্তি অনুষ্ঠান হল

জাতীয় সঙ্গীতও শেষ। কয়েক মুহূর্তের মধ্যে শুরু হবে ম্যাচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE