Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
লাউতারো মার্তিনেস।

লাউতারো মার্তিনেস। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৯:৪০
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৯:৪০ key status

কোপা আমেরিকা আর্জেন্টিনার

আবার কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। লাউতারোর একমাত্র গোলে এল জয়। টানা দু’বার কোপা জিতে সবচেয়ে বেশি বার কোপা জেতার নজির তৈরি করল তারা।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৯:৩০ key status

১১২ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ল

অবশেষে এল সেই কাঙ্ক্ষিত গোল। ১১২ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন লাউতারো মার্তিনেস। লো সেলসো মাঝমাঠ থেকে পাস দিয়েছিলেন লাউতারোকে। তিনি বক্সে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান।

Advertisement
timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৯:১৬ key status

অতিরিক্ত সময়ের প্রথমার্ধও গোলশূন্য

আরও ১৫ মিনিট পেলেও কোনও দল গোল করতে পারল না। শারীরিক ফুটবলের মাত্রা আরও বেড়ে  গিয়েছে। দু’দলই সমানতালে ফাউল করছে।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৯:০৪ key status

৯৪ মিনিট। আর্জেন্টিনার প্রচেষ্টা

আলভারেসের শট বাঁচিয়ে দিলেন কলম্বিয়ার গোলকিপার।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৮:৫৭ key status

নির্ধারিত সময়ের খেলা শেষ, অতিরিক্ত সময়ে গড়াল খেলা

কোপা আমেরিকার ফাইনালে বদলে গেল নিয়ম। এত দিন ৯০ মিনিটের পর সরাসরি টাইব্রেকার হয়েছিল। ফাইনালে আরও ৩০ মিনিট খেলা হবে।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৮:৫১ key status

৯১ মিনিট। দি মারিয়ার সুযোগ নষ্ট

বিপক্ষ গোলকিপারের ভুলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু ফাঁকা গোল সামনে থাকলেও বল নিয়ন্ত্রণ করতে না পারায় সুযোগ নষ্ট করলেন দি মারিয়া।

Advertisement
timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৮:৪৮ key status

৮৭ মিনিট। গঞ্জালেসের হেড

নিকো গঞ্জালেসের হেড অল্পের জন্য বাইরে গেল। আর একটু হলেই এগিয়ে যেত আর্জেন্টিনা।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৮:৪৪ key status

৮৩ মিনিট। এখনও গোল হয়নি

মেসিকে ছাড়া আর্জেন্টিনার খেলা একটু ছন্নছাড়া লাগছে। আক্রমণ হচ্ছে কিন্তু তা দানা বাঁধছে না। এ বার আর্জেন্টিনাও পাল্টা মারের রাস্তা নিয়েছে। ফলে অনেক ফাউল হচ্ছে।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৮:৩১ key status

৬৯ মিনিট। বেঞ্চে বসে ঝরঝর করে কাঁদছেন মেসি

মেসিকে এই ভাবে আগে কখনও দেখা যায়নি। রিজার্ভ বেঞ্চে বসেই হাউ হাউ করে কেঁদে ফেললেন তিনি। চোখ বেয়ে গড়িয়ে এল জল। কোনও মতে দু’হাত চাপা দিয়ে আটকালেও নিজেকে সামলাতে পারলেন না। পায়ের গোড়ালি অনেকটাই ফুলে গিয়েছে তাঁর।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৮:২৬ key status

৬৬ মিনিট। উঠে গেলেন মেসি

চোট পেয়েছিলেন প্রথমার্ধেই। দৌড়তে গিয়ে আবার পুরনো জায়গাতেই চোট পেলেন মেসি। মাঠ ছাড়তে হল আর্জেন্টিনার অধিনায়ককে।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৮:২১ key status

৬১ মিনিট। ম্যাক অ্যালিস্টারকে হলুদ কার্ড

কলম্বিয়ার ফুটবলারকে ফাউল করার অপরাধে হলুদ কার্ড দেখলেন তিনি।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৮:২০ key status

৬০ মিনিট। শারীরিক ফুটবল খেলছে কলম্বিয়া

আর্জেন্টিনার কোচ মেজাজ হারালেন। কলম্বিয়ার মারকুটে ফুটবল দেখে আবেগ ধরে রাখতে পারছেন না।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৮:১৮ key status

৫৮ মিনিট। দি মারিয়ার শট

বাঁ দিক থেকে বল নিয়ে উঠেছিলেন। কিন্তু বিপক্ষ গোলকিপার দি মারিয়ার শট বাঁচিয়ে দিলেন। 

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:৪১ key status

বিরতি। খেলা গোলশূন্য

আক্রমণ এবং প্রতি আক্রমণ হচ্ছে। তবে কোনও দলই প্রথমার্ধে গোল করতে পারল না। আর্জেন্টিনার থেকে কলম্বিয়া সুযোগ তৈরি করেছে বেশি। কিন্তু বল জালে জড়াতে পারেনি। আর্জেন্টিনা প্রচুর মিস্‌ পাস করেছে। বলও দখলে রাখতে পারছে না সে ভাবে।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:২৯ key status

৩৫ মিনিট। মেসি আহত

বক্সের মধ্যে ড্রিবল করে এগিয়ে যাচ্ছিলেন মেসি। ক্রস করতে গিয়ে পড়ে গেলেন। পায়ে আঘাতও লেগেছে। মাঠে চিকিৎসা চলছে।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:২০ key status

২৫ মিনিট। কর্ডোবাকে হলুদ কার্ড

আর্জেন্টিনার লিসান্দ্রোকে আঘাত করায় হলুদ কার্ড দেখলেন কর্ডোবা।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:১৭ key status

২৪ মিনিট। ছোট জায়গায় বেশি পাস খেলছে আর্জেন্টিনা

আর্জেন্টিনা আক্রমণ তৈরি করতে সময় নিচ্ছে। ফলে কলম্বিয়ার খেলোয়াড়েরা বল কেড়ে নিচ্ছেন। 

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:১৩ key status

২০ মিনিট। মেসির শট প্রতিহত

দারুণ একটা মুভ তৈরি করেছিলেন মেসি। সতীর্থের সঙ্গে পাস খেলে গোলে শট নিয়েছিলেন। তবে বাঁচিয়ে দিলেন গোলকিপার। 

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:০৬ key status

কেন দেরিতে শুরু হল কোপা আমেরিকার ফাইনাল

পড়ুন নীচের লিঙ্কে:

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:০৫ key status

১০ মিনিট। পর পর আক্রমণ কলম্বিয়ার

আর্জেন্টিনাকে বেশ চাপে রেখেছে তারা। একের পর এক আক্রমণ করছে কলম্বিয়া। আর্জেন্টিনা বেশি ক্ষণ নিজেদের পায়ে বল রাখতেই পারছে না। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE