লিওনেল মেসি এবং আন্তোনেল্লা রোকুজ্জোর। ছবি: সংগৃহীত।
হুমকি চিঠি পেলেন লিওনেল মেসি। প্যারিস সঁ জরমঁ তারকা এবং বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক। শুধু তাই নয় তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর দোকানে প্রায় ১৪ রাউন্ড গুলি চালাল দুস্কৃতীরা।
বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে মেসির শহর রোজারিওতে। এর পরই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশবাহিনী। প্রত্যক্ষদর্শীরা দু’জন দুস্কৃতীকে বাইকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতেও দেখেছেন। দুস্কৃতীরা আন্তোনেল্লার দোকানে গুলি চালানোর পর পালিয়ে যাওয়ার আগে তাঁরা মেসির জন্য একটি চিঠিও রেখে যান। তাতে লেখা ছিল, “মেসি, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। জাভকিন একজন মাদকচক্রী, ও তোমায় বাঁচাতে পারবে না।”
চিঠিতে উল্লেখ্য ‘জাভকিন’ হলেন রোজারিওর মেয়র পাবলো জাভকিন। এই ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, “শহরে হিংসার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। হিংসা নিয়ন্ত্রণে আনতে শহরে আরও পুলিশ নিয়োগের দরকার রয়েছে।
বৃহস্পতিবারের এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু দোকানটির ব্যাপক ক্ষতি হয়েছে। মেসি বা আন্তোনেল্লার তরফ থেকে এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও বক্তব্য জানা যায়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy