মেসি, এমবাপেকে রবিবারই কি একসঙ্গে মাঠে দেখা যাবে? ফাইল ছবি
কাতারে বিশ্বকাপ ফাইনালের পর কেটে গিয়েছে তিন সপ্তাহ। সেই ম্যাচে তারা ছিলেন একে অপরের শত্রু। ক্লাবের হয়ে আবার কাঁধ মিলিয়ে লড়তে দেখা যাবে লিয়োনেল মেসি এবং কিলিয়ান এমবাপেকে। রবিবারই প্যারিস সঁ জরমঁর ম্যাচ রয়েছে রেনেঁর বিরুদ্ধে। সেখানেই হয়তো মেসি-এমবাপেকে আবার একসঙ্গে খেলতে দেখা যাবে। নেমার তো রয়েছেনই।
বিশ্বকাপ জেতার পরে দেশে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন মেসি। প্রায় ১০ দিনের মতো ছুটি কাটিয়ে নতুন বছরে প্যারিসের ক্লাবে এসে যোগ দেন। এমবাপে ফাইনালে হারার পর ছুটি নেননি। সরাসরি দেশে ফিরে ক্লাবের শিবিরে যোগ দেন। তবে দু’টি ম্যাচ খেলার পরেই তাঁকে ছুটি দিয়ে দেন কোচ ক্রিস্টোফ গালচিয়ে। আমেরিকায় ছুটি কাটিয়ে তিনি ফিরেছেন দেশে। যোগ দিয়েছেন ক্লাবের শিবিরে।
Bon retour à l'entraînement, @KMbappe et @AchrafHakimi ! 👋 pic.twitter.com/3FOglk5u6k
— Paris Saint-Germain (@PSG_inside) January 12, 2023
দু’জনের মধ্যে কী কথা হয়েছে তা অবশ্য প্রকাশ্যে আসেনি। কিন্তু এক ফরাসি সংবাদপত্র জানিয়েছে, দু’জনের মধ্যে কখনওই বিরাট বন্ধুত্ব ছিল না। কিন্তু পারস্পরিক সমীহ রয়েছে মারাত্মক। পেশাদারিত্ব কাকে বলে সেটা দু’জনকে দেখলেই বোঝা যায়। ব্যক্তিগত সম্পর্কের প্রভাব কখনওই খেলায় পড়তে দেন না। মেসি ম্যাচের আগে ইন্ডোরে অনুশীলন করেছেন। এমবাপে মাঠে নেমে পুরোদস্তুর অনুশীলন করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy