নতুন চুক্তি ক্লপের ছবি রয়টার্স
লিভারপুলে আরও চার বছর থাকছেন য়ুর্গেন ক্লপ। বৃহস্পতিবার নতুন চুক্তিতে সই করলেন তিনি। এমনিতেই ২০২৪ পর্যন্ত তাঁর চুক্তি ছিল। সেই চুক্তি আরও দু’বছর বাড়িয়ে নিলেন জার্মান কোচ।
অনেকদিন ধরেই জল্পনা চলছিল যে কবে ক্লপ নতুন চুক্তিতে সই করবেন বা আদৌ সই করবেন কিনা। ক্লপ এর আগে জানিয়েছিলেন যে ২০২৪ সালে লিভারপুলের কোচ পদে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর অন্য কিছু করতে চান তিনি। হয়তো ফুটবলের সঙ্গেই আর সম্পর্ক রাখবেন না। কিন্তু নতুন করে তাঁর দল এই মরসুমে ভাল খেলছে। ইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ পাওয়ার দৌড়ে রয়েছে তারা। তাতেই হয়তো মন বদল করেছেন তিনি।
We are delighted to announce Jürgen Klopp has signed a new contract to extend his commitment with the club! 🔴
— Liverpool FC (@LFC) April 28, 2022
নতুন চুক্তির পর ক্লাবের ওয়েবসাইটে ক্লপ বলেছেন, “এই খবরে এত খুশি হয়েছি যে অনেক কিছু বলতে ইচ্ছে করছে। আমি আপ্লুত, গর্বিত এবং সম্মানিত। আমাদের ক্লাব সম্পূর্ণ তরতাজা হয়ে উঠেছে এবং তাতেই নতুন করে শক্তি খুঁজে পেয়েছি আমি। ক্লাবের মালিকরাও আমার উপর ভরসা রেখেছেন। ক্লাবের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার চেষ্টা করব।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy