দুরন্ত গোল লিস্টনের।
আর কোনও গোল হল না। কেরলকে ৪-২ হারিয়ে দিল এটিকে মোহনবাগান।
৯০ মিনিট। এখনও ৪-২ এগিয়ে এটিকে মোহনবাগান। গোলের সুযোগ আর সে ভাবে আসেনি।
ব্যবধান আরও বাড়াতে চাইছে মোহনবাগান। আক্রমণ কমছে না তাদের।
৭৪ মিনিট। অল্পের জন্য কৃষ্ণের শট বাইরে গেল। পঞ্চম গোল পেতে পারত মোহনবাগান।
৬৯ মিনিট। দ্বিতীয় গোল কেরলের। গোল করলেন পেরেরা দিয়াস।
৬৩ মিনিট। মনবীরের শট লাগল পোস্ট। তার আগে গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিলেন কৃষ্ণ। গোলকিপার বাঁচিয়ে দিলেন।
কৃষ্ণের থেকে পাস পেয়ে অসাধারণ চিপে গোল করলেন লিস্টন কোলাসো।
বুমোসের জোড়া গোল এবং কৃষ্ণের সৌজন্যে কেরলের বিরুদ্ধে ৩-১ এগিয়ে মোহনবাগান।
বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন। কিন্তু গোলে রাখতে পারলেন না তিনি।
একক দক্ষতায় গোল করলেন বুমোস। একাই বিপক্ষের ফুটবলারকে টপকে বল জালে জড়ালেন। জোড়া গোল হয়ে গেল তাঁর।
ফ্রিকিক থেকে আর একটু হলেই গোল দিচ্ছিল কেরল। অসাধারণ দক্ষতায় বাঁচালেন অমরিন্দর।
বক্সের মধ্যে কৃষ্ণকে ফাউল করেছিলেন বিপক্ষ গোলকিপার। পেনাল্টি থেকে গোলকিপারকে উল্টো দিকে ঠেলে মোহনবাগানকে ফের এগিয়ে দিলেন কৃষ্ণ।
বাগানের কোনও ফুটবলার পা ঠেকালেই নিশ্চিত গোল ছিল।
কাউকোর হাতে বল লাগে। তবে রেফারি গ্রাহ্য করেননি।
৫৩ শতাংশ বল পজেশন কেরলের। সামান্য পিছিয়ে মোহনবাগান।
ম্যাচের দশ মিনিট অতিক্রান্ত। আক্রমণের ঝড় তুলেছে মোহনবাগান।
বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন বুমোস। কেরল রক্ষণ টপকে জালে জড়িয়ে গেল বল।
The Mariners kickoff the Hero ISL 2021-22 campaign with a quickfire goal from @adnan_hugo 🔥
— Indian Super League (@IndSuperLeague) November 19, 2021
Watch the #ATKMBKBFC game live on @DisneyPlusHS - https://t.co/GQMGz7OUeX and @OfficialJioTV
Live updates: https://t.co/Gk72P3O2KL
#HeroISL #LetsFootball #ISLMoments pic.twitter.com/kbG75rxjk9
অমরিন্দর, কাউকো, ম্যাকহিউ, বুমোস, মনবীর, শুভাশিস, লিস্টন, প্রীতম (অধিনায়ক), কৃষ্ণ, দীপক, লেনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy