রয় কৃষ্ণের প্রচেষ্টা। ছবি টুইটার
খেলা শেষ। আবার হারল এটিকে মোহনবাগান। এ বারের আইএসএল-এ টানা দ্বিতীয় হার তাদের।
৮৮ মিনিট। গোওওওওওওওল। এক গোল শোধ এটিকে মোহনবাগানের। তবে গোল নিয়ে বিতর্ক। কর্নার থেকে শট ফিস্ট করেন রেহনেশ। তা প্রীতমের হাঁটুতে লাগার পর আশুতোষের গায়ে লেগে ঢোকে। আশুতোষ অফসাইডে ছিলেন। প্রতিবাদ জামশেদপুরের।
৮৩ মিনিট। গোওওওওওওওওওওওল। অ্যালেক্স লিমার গোলে আবার পিছিয়ে পড়ল এটিকে মোহনবাগান। এক ঝাঁক ডিফেন্ডারের মাঝ থেকে গোল করলেন তিনি।
৮০ মিনিট। এটিকে মোহনবাগানের প্রতি আক্রমণ। প্রবীরের থেকে পাস পেয়ে ডেভিড উইলিয়ামসের শট বাঁচিয়ে দিলেন রেহনেশ।
৭২ মিনিট। মাঠের মধ্যে ঝামেলা। বুমোসকে ট্যাকল করেছিলেন প্রণয়। উঠে দাঁড়িয়ে প্রণয়কে পাল্টা ধাক্কা মেরে ফেলে দেন বুমোস। রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখালেন।
৬৬ মিনিট। সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে এটিকে মোহনবাগান। জামশেদপুরের বক্সে উঠেও যাচ্ছে তারা। কিন্তু কাঙ্ক্ষিত গোল কিছুতেই আসছে না। কৃষ্ণ একাধিক সুযোগ নষ্ট করেছেন।
৪৮ মিনিট। জামশেদপুরের গ্রেগ স্টুয়ার্টের দুরন্ত ফ্রিকিক অল্পের জন্য বারের উপর দিয়ে উড়ে গেল।
বিরতি। পিছিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। গোলদাতা ডঙ্গেল চোট পেয়ে উঠে গিয়েছেন। তাঁর জায়গায় নেমেছেন বরিস সিংহ।
৩৭ মিনিট। গোওওওওওওওল। দুর্দান্ত আক্রমণের ফসল তুলে নিল জামশেদপুর। মাঝমাঠ থেকে আক্রমণ শুরু হয়েছিল। জিতেন্দ্র সিংহ একাই মোহনবাগানের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে পাস দেন ডানদিকে। চলতি বলে দুরন্ত শটে এটিকে মোহনবাগানের জালে বল জড়ালেন লেন ডঙ্গেল।
২০ মিনিট। প্রবল চেষ্টা করলেও এখনও গোল পায়নি এটিকে মোহনবাগান।
১০ মিনিট। ম্যাচের শুরুর দিকে একটি সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু কৃষ্ণ কাজে লাগাতে পারেননি। আক্রমণ বজায় রয়েছে সবুজ-মেরুনের। কিন্তু জামশেদপুরও ছেড়ে কথা বলছে না।
এ বারের আইএসএল-এ এখনও হারেনি জামশেদপুর। একটি জিতেছে এবং দুটি ড্র করেছে।
মোহনবাগানের প্রথম একাদশ: অমরিন্দর, সুমিত, আশুতোষ, শুভাশিস, প্রীতম, কাউকো, ম্যাকহিউ, লেনি, বুমোস, মনবীর এবং কৃষ্ণ।
কলকাতা ডার্বি জিতে যতটা আনন্দে ভাসছিল এটিকে মোহনবাগান, মুম্বই সিটি এফসি-র কাছে লজ্জাজনক ভাবে হেরে ততটাই ব্যর্থতার মুখ দেখতে হয়েছে তাদের। পাঁচ গোল খেয়ে মুম্বইয়ের কাছে মুখ থুবড়ে পড়েছিল সবুজ-মেরুন। গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তারকাখচিত দল সাফল্য পেতে ব্যর্থ। সোমবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে নামার আগে সব ভুলতে চাইছেন কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy