গোলের পর জাভি। ছবি: টুইটার থেকে
পেনাল্টি থেকে গোল করল ইস্টবেঙ্গল। চতুর্থ গোল করে ফেলল তারা। গোল করলেন চুকওয়া।
সুযোগ নষ্ট করল ইস্টবেঙ্গল। বক্সের মাথার উপর দিয়ে বার হয়ে গেল বল।
গোল বক্সের বাইরে ফ্রি কিক পেল ইস্টবেঙ্গল। গোলের সুযোগ লাল-হলুদের সামনে।
পঞ্চম গোল করে ফেলল ওড়িশা। ২-৫ গোলে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। গোল করলেন ইসাকা রালতে।
82' Isaka Ralte with a screamer here. Maiden Hero ISL goal for the youngster and he becomes the first Indian scorer of the season for #TheKalingaWarriors.
— Odisha FC (@OdishaFC) November 30, 2021
ଯୁବ ପ୍ରତିଭା 💜
OFC 5 - 2 SCEB#OdishaFC #ଆମଟିମ୍ଆମଗେମ୍ #ANewDawn #ISL #LetsFootball #OFCSCEB pic.twitter.com/1Jp30iRON8
৪-১ গোলে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। ফ্রি কিক থেকে গোল করলেন ওড়িশার আরিদাই। পরিবর্ত হিসেবে নেমেছিলেন তিনি।
Another @OdishaFC game, another brilliant free-kick goal! 🚀
— Indian Super League (@IndSuperLeague) November 30, 2021
Watch the #OFCSCEB game live on @DisneyPlusHS - https://t.co/e225AMOcPA and @OfficialJioTV
Live Updates: https://t.co/tUhoLbUuzo#HeroISL #LetsFootball #ISLMoments https://t.co/BVN0FTOvQn pic.twitter.com/1DfYBehS7X
ইস্টবেঙ্গলের গোলের সামনে ফ্রি কিক পেল ওড়িশা। ব্যবধান বাড়ানোর সুযোগ হেক্টরদের সামনে।
লড়াই করার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। কিন্তু এখনও অবধি ওড়িশার বিরুদ্ধে সেই ভাবে আক্রমণ সাজাতে পারেনি তারা। ওড়িশার আক্রমণের ঝাপ্টা সামলাতে হচ্ছে লাল-হলুদকে।
বার বার আক্রমণে উঠছে ওড়িশা। কোনও মতে তাদের ঠেকিয়ে রেখেছে লাল-হলুদ রক্ষণ।
কর্নার থেকে গোল করে গেলেন জাভি। কর্নার থেকে তাঁর মারা বল জড়িয়ে গেল ইস্টবেঙ্গলের জালে।
45' GOOOOAAALLL! Javi Hernandez joins the party. Here's the third goal for OFC. Absolutely sensational!
— Odisha FC (@OdishaFC) November 30, 2021
ଅବିଶ୍ଵସନୀୟ!
OFC 3 - 1 SCEB#OdishaFC #ଆମଟିମ୍ଆମଗେମ୍ #ANewDawn #ISL #LetsFootball #OFCSCEB pic.twitter.com/8CuYuftOx0
ফের গোল করলেন হেক্টর। হেডে গোল করে ওড়িশাকে এগিয়ে দিলেন তিনি।
গোল শোধ করে দিল ওড়িশা। গোল করলেন হেক্টর।
33' Here comes the equaliser! Hector Rodas heads the ball into the goalpost from Javi's free-kick.
— Odisha FC (@OdishaFC) November 30, 2021
OFC 1 - 1 SCEB#OdishaFC #ଆମଟିମ୍ଆମଗେମ୍ #ANewDawn #ISL #LetsFootball #OFCSCEB pic.twitter.com/mZNrkWyIYV
আক্রমণে উঠে এল ওড়িশা। প্রথম বার ইস্টবেঙ্গল গোলের সামনে আসতে পারল তারা। কিন্তু থ্রু বল জায়গায় না থাকায় গোল করতে পারল না ওড়িশা।
১-০ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। রাজু গায়কোয়াড়ের লম্বা থ্রো থেকে গোল করে গেলেন ড্যারেন সিডোয়েল।
A thrilling finish by Darren Sidoel who gives @sc_eastbengal their first goal of the match! 🔥
— Indian Super League (@IndSuperLeague) November 30, 2021
Watch the #OFCSCEB game live on @DisneyPlusHS - https://t.co/e225AMOcPA and @OfficialJioTV
Live Updates: https://t.co/tUhoLbUuzo#HeroISL #LetsFootball #ISLMoments https://t.co/7ocbL3CnAz pic.twitter.com/Kpo0Jn5odQ
আক্রমণে ওঠার চেষ্টা করছে ইস্টবেঙ্গল, তবে এখনও অবধি সফল হতে পারেনি। মাঝমাথেই বল বেশি থাকছে।
ওডিশার বিরুদ্ধে খেলছেন গোলরক্ষক শুভম সেন। মোহনবাগানের বিরুদ্ধে চোট পাওয়া অরিন্দম ভট্টাচার্য খেলতে নামেননি মঙ্গলবার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy