আন্তোনিয়ো লোপেস হাবাস। ফাইল ছবি
এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে আন্তোনিয়ো লোপেস হাবাস ইস্তফা দেওয়ার পর থেকেই পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, কোচের পদে বিশ্বস্ত এবং অভিজ্ঞ কোনও কোচকেই বসাতে চাইছে এটিকে মোহনবাগানের দল পরিচালন সমিতি। মোটামুটি ভাবে তিন জন পছন্দ ছিল। তার মধ্যে যিনি কোচ হওয়ার দৌড়ে সব থেকে বেশি এগিয়ে, তিনি এফসি গোয়ার জুয়ান ফেরান্দো। তবে গোয়ার কর্তারা তাঁকে ছাড়তে রাজি কিনা, সেটাই এখনও বড় প্রশ্ন। সেই কাজে ইতিমধ্যেই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে এটিকে মোহনবাগান।
জানা যাচ্ছে, ফেরান্দোকে আনার জন্য এফসি গোয়াকে বাইআউট ক্লজের টাকা দিতেও তৈরি এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ, এই মুহূর্তে গোয়ার সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন ফেরান্দো। এটাই তাঁর চুক্তির শেষ বছর। ফলে চুক্তি অনুযায়ী মরসুমের মাঝামাঝি তাঁকে অন্য দল নিতে চাইলে তাদের বাইআউট ক্লজের টাকা দিতেই হবে। ফেরান্দোকে আনার জন্য সেটা দিতেও রাজি সবুজ-মেরুন।
ফেরান্দোর ক্ষেত্রে সব থেকে বড় সুবিধা হল, তিনি এই মুহূর্তে গোয়া দলের সঙ্গে জৈবদুর্গে রয়েছেন। অন্য কাউকে কোচ করে আনতে হলে তাঁকে বাধ্যতামূলক নিভৃতবাসে থাকতে হত। সে ক্ষেত্রে, অন্তবর্তীকালীন কোচ নিয়েই এটিকে মোহনবাগানকে পরের দু’-তিনটি ম্যাচে খেলতে হত। সেই সমস্যা এড়াতে চাইছে দল পরিচালন সমিতি। ফেরান্দোকে নেওয়া হলে তিনি সরাসরি এটিকে মোহনবাগানের জৈবদুর্গে ঢুকে পড়তে পারবেন। জানা গিয়েছে, স্পেনীয় কোচের সঙ্গে শেষ মুহূর্তের কথাবার্তা চালাচ্ছে সবুজ-মেরুন।
একাধিক বড় ফুটবলারকে ছেড়ে দেওয়া হলেও ফেরান্দোর অধীনে দাপটের সঙ্গে গত মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে গোয়া। গত বারের আইএসএল-এও শেষ চারে উঠেছিল তারা। সেমিফাইনালে হারতে হয় মুম্বই সিটির কাছে। তবে এ মরসুমে এখনও পর্যন্ত গোয়ার অবস্থা ভাল নয়। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগানের এক ধাপ নীচে সাতে রয়েছে তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy