নির্বাসন এড়ালেন প্রবীর ফাইল ছবি
নির্বাসন এড়ালেন প্রবীর দাস। তাঁর বিরুদ্ধে কেরল ব্লাস্টার্স ম্যাচে আইনবিরুদ্ধ আচরণের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে সর্বভারতীয় ফুটবল সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
কেরল ম্যাচে বিপক্ষের ফুটবলারকে সজোরে আঘাত করার অভিযোগ উঠেছিল প্রবীরের বিরুদ্ধে। সেই ম্যাচের রেফারি সরাসরি লাল কার্ড দেখান প্রবীরকে। পাশাপাশি নিজের রিপোর্টেও প্রবীরের ঘটনার কথা উল্লেখ করেন। অভিযোগ খতিয়ে দেখে শৃঙ্খলারক্ষা কমিটি জানিয়েছে, প্রবীরের নির্বাসনের মেয়াদ আর বাড়ানো হবে না। কিন্তু অপরাধের গুরুত্ব বিচার করে তাঁকে জরিমানা করা হবে।
ইতিমধ্যেই এক ম্যাচ নির্বাসিত থেকেছেন প্রবীর। ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে তাঁর কোনও সমস্যা রইল না। তবে কেরলের ফুটবল হরমনজ্যোত খাবরার শুনানি রবিবার হয়নি। সেটি মঙ্গলবার হবে। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খাবরাও একই অপরাধ করেছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy