ম্যাচের পরে কোচ ফেরান্দো পিঠ চাপড়ে দিচ্ছেন কিয়ানের। ছবি: টুইটার
ম্যাচের ৬১ মিনিটে দীপক টাংরির জায়গায় নামিয়েছিলেন কিয়ান নাশিরিকে। তার পর ৬৪, ৯০ ও ৯১ মিনিটে তিনটি গোল করে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পিছিয়ে পড়া এটিকে মোহনবাগানকে জিতিয়েছেন কিয়ান। কেন নামিয়েছিলেন কিয়ানকে, ব্যাখ্যা দিলেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো।
ম্যাচের পরে স্প্যানিশ কোচ জানিয়ে দিলেন, ছক ব্যবহার করার জন্যই কিয়ানকে নামানো হয়েছিল। ফেরান্দো বলেন, ‘‘কিয়ানের জন্য আমি খুশি। ও অনুশীলনে খুবই পরিশ্রম করে, উন্নতিও করেছে অনেক। ম্যাচটা যখন বেশ কঠিন জায়গায় চলে যাচ্ছিল, তখন আমরা ছক বদলে খেলার সিদ্ধান্ত নিই। সেখানে কিয়ানকে দরকার ছিল। ওকে ‘নাম্বার নাইন’-এর মতো ব্যবহার করতে চেয়েছিলাম। ও যে সফল হয়েছে, সে জন্য আমি খুবই খুশি।’’
জিতলেও একটি বিষয় নিয়ে চিন্তা থেকে যাচ্ছে এটিকে মোহনবাগানের। সেটি হল রক্ষণ। সেটা মানছেন ফেরান্দো। বিশেষ করে লিস্টন কোলাসো। এসসি ইস্টবেঙ্গল যে গোল করে এগিয়ে গিয়েছিল, সেটি লিস্টনের ভুলের জন্যই। ফেরান্দো বলেন, ‘‘মনবীর হোক বা লিস্টন, দলের প্রয়োজনে যেটা করার দরকার, সেটা ওদের করতে হবে। আমরা যে ঘরানার ফুটবল খেলি, তাতে বল পায়ে রাখতে হবে, জায়গা তৈরি করে আক্রমণে উঠতে হবে, তার পরে দ্রুত নেমে এসে ফের ডিফেন্স করতে হবে। এগুলো দলের সবাই ধাপে ধাপে বুঝে নিতে পারলে দল ভাল খেলবে।’’
প্রথমার্ধে যে দল ভাল খেলেনি, সেটিও স্বীকার করে নিলেন সবুজ-মেরুন কোচ। বলেন, ‘‘প্রথমার্ধে সবাই চনমনে ফুটবল খেলতে পারিনি। এটা শুধু আমাদের নয়, সব দলের ক্ষেত্রেই হচ্ছে। আসলে দীর্ঘ সময় সবাইকে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। অনুশীলনে যাওয়া ছাড়া আর কোথাও যাওয়ার উপায় নেই। এই পরিস্থিতিতে ফুটবলারদের কাজটা খুব কঠিন।’’
মোক্ষম সময়ে পেনাল্টি নষ্ট করেছেন ডেভিড উইলিয়ামস। তখন এটিকে মোহনবাগান সবে ম্যাচে সমতা ফিরিয়েছে। এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না ফেরান্দো। বলেন, ‘‘পেনাল্টি মিস করলেও উইলিয়ামস আমাদের প্রচুর সাহায্য করেছে। গোলের সুযোগ তৈরি করা থেকে বিপক্ষকে চাপে রাখা—সবই করেছে ও। হায়দরাবাদ এবং ওড়িশার বিরুদ্ধেও খুব ভাল খেলেছে ও। আমরা ওর পাশে আছি।’’
১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান। এই তিন পয়েন্ট কতটা গুরুত্বপূর্ণ দলের কাছে, তা কোচের কথায় পরিষ্কার। ফেরান্দো বলেন, ‘‘আমাদের এখনও ন’টা ম্যাচ বাকি রয়েছে। মুম্বই, হায়দরাবাদের মতো দলের বিরুদ্ধে খেলতে হবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস অর্জনের দিক থেকে এই জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’’
ডার্বি-জয় উৎসর্গ করছেন সমর্থকদের। বলেন, ‘‘গত কয়েক দিন ধরে ওঁরা আমাদের প্রচুর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ওঁদের আবেগ, অনুভূতি আমি বুঝি। এই জয় সমর্থকদের জন্য উৎসর্গ করছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy