মাঠ নয়, এ বার মাঠের বাইরেও সমস্যায় এসসি ইস্টবেঙ্গল। ফাইল ছবি
মাঠ নয়, এ বার মাঠের বাইরেও সমস্যায় এসসি ইস্টবেঙ্গল। শনিবার হঠাৎ করেই দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন অরিন্দম ভট্টাচার্য। দলের গোলকিপার টুইটারে একটি পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান।
অরিন্দম লিখেছেন, ‘এতদিন পর্যন্ত সৎ ভাবে ফুটবলটা খেলে এসেছি। এই মুহূর্তে আমার চারপাশে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য এসসি ইস্টবেঙ্গলের অধিনায়কের পদ থেকে ইস্তফা দিচ্ছি। বরাবরের মতোই মাঠে নামলে এই ক্লাব, এই জার্সি এবং সমর্থকদের জন্য ১০০ শতাংশ দেব। মাঠের বাইরে থাকলে যে ভাবে সম্ভব হবে সে ভাবেই দলকে সাহায্য করব। এই মরসুমটা আরও ভাল ভাবে শেষ করাই আমাদের লক্ষ্য।’
I’ve always been honest about the way I’ve played the game. And at this moment due to circumstances around me, I am stepping down as the captain of @sc_eastbengal
— Arindam Bhattacharya (@ArindamGK) January 15, 2022
(1/2)
গত মরসুমে আইএসএল-এর সেরা গোলকিপার হয়েছিলেন অরিন্দম। তখন তিনি ছিলেন এটিকে মোহনবাগানে। তবে সবুজ-মেরুন তাঁকে ছেড়ে দেওয়ার পরেই তিনি চিরশত্রু এসসি ইস্টবেঙ্গলে যোগ দেন। তবে দ্বিতীয় ম্যাচেই মোহনবাগানের কাছে হারার পর টানা বেশ কিছু ম্যাচে দেখা যায়নি তাঁকে। মোহনবাগান ম্যাচে চোটও পেয়েছিলেন অরিন্দম। তার পরে লাল-হলুদের গোলের নীচে ফিরলেও খুব একটা ভাল ছন্দে পাওয়া যায়নি তাঁকে।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিংহ ইতিমধ্যেই দল ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন। তিনি নতুন কোচ মারিয়ো রিভেরার সহকারি হিসেবে কাজ করতে চাননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy