এটিকে-মোহনবাগানকে রেখেই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে সুপার সিক্সের ক্রীড়াসূচি প্রকাশ করল আইএফএ। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ দেওয়া হয়েছে ২৫ সেপ্টেম্বর নৈহাটি স্টেডিয়ামে খিদিরপুরের বিরুদ্ধে। একই দিনে কল্যাণী স্টেডিয়ামে মহমেডান মুখোমুখি হবে এরিয়ানের। মোহনবাগানের প্রথম ম্যাচ পরের দিন, অর্থাৎ ২৬ সেপ্টেম্বর কল্যাণীতে ভবানীপুরের বিরুদ্ধে।
ইস্টবেঙ্গল ও মহমেডানের তরফে ইতিমধ্যেই কলকাতা লিগে খেলার ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে। কিন্তু মোহনবাগান জানিয়েছে, আইএসএলের সবুজ সঙ্কেত পাওয়ার পরেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তাই ক্রীড়াসূচিতে থাকলেও জুয়ান ফেরান্দোর দল শেষ পর্যন্ত ঘরোয়া লিগে খেলবে কি না, তা নিয়ে জলঘোলা অব্যাহত। পুজোর আগে কলকাতা ময়দান এবং যুবভারতীতে কোনও ম্যাচ দেয়নি বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। শারোদোৎসবের পরে কলকাতা ময়দানে ম্যাচ দেওয়ার প্রস্তাব রয়েছে সূচিতে। এর মধ্যে আূার ভবানীপুর বুধবার কড়া চিঠি দিয়ে জানিয়েছে, আইএফএ-কে অবিলম্বে সম্পূর্ণ ক্রীড়া সূচি প্রকাশ করতে হবে।
নির্বাসিত আশুতোষ: ডোপিং কাণ্ডে এটিকে-মোহনবাগানের হয়ে খেলা ডিফেন্ডার আশুতোষ মেহতাকে দু’বছর নির্বাসিত করল জাতীয় ডোপ বিরোধী সংস্থা (নাডা)।