বিশ্বকাপে কোন গ্রুপে কে ফাইল ছবি
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। দীর্ঘ যোগ্যতা অর্জন পর্বের পর সবক’টি দলই চূড়ান্ত হয়ে গেল। গত ১ এপ্রিল বিশ্বকাপের ড্র এবং সূচি ঘোষণা করা হয়েছিল। তিনটি জায়গা বাকি ছিল। সম্প্রতি সেই তিনটি জায়গার যোগ্যতা অর্জন করেছে ওয়েলস, অস্ট্রেলিয়া এবং কোস্টা রিকা।
বিশ্বকাপের প্রস্তুতি ভাল ভাবেই শুরু করে দিয়েছে প্রতিটি দেশ। ইউরোপের দেশগুলি ব্যস্ত নেশনস লিগে খেলতে। এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলি প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত। যত সময় এগিয়ে আসবে, তত ম্যাচ খেলার তীব্রতা বাড়বে। এ বারের বিশ্বকাপের একটা উল্লেখযোগ্য দিক হল, জুন-জুলাইয়ের বদলে তা হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। কাতারের প্রবল গরমের কথা মাথায় রেখে দীর্ঘ দিন আগেই প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এ ছাড়া আরও একটি উল্লেখযোগ্য দিক রয়েছে। এ বারের বিশ্বকাপে এশিয়া থেকে প্রথম বার ছ’টি দেশ খেলবে। আয়োজক দেশ হিসাবে কাতার বিশ্বকাপে খেলছে। এ ছাড়া, জাপান, কোরিয়া, সৌদি আরব, ইরান এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছে। প্রথম দেশ হিসাবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ব্রাজিল। এর পর একে একে নামী দেশগুলি যোগ্যতা অর্জন করতে থাকে। তবে ইটালির যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া অন্যতম আলোচিত বিষয় হয়ে থাকবে। তারা ২০২০ সালে ইউরো কাপ জিতেছিল। উত্তর ম্যাসিডোনিয়ার কাছে প্লে-অফে হেরে বিশ্বকাপে যাওয়া হয়নি।
বিশ্বকাপের প্রতিটি গ্রুপ নীচে দেওয়া হল:
গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস
গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ওয়েলস
গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, টিউনিশিয়া, অস্ট্রেলিয়া
গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টা রিকা
গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy