—ফাইল চিত্র
বৃহস্পতিবার যে রকম ছিল, শুক্রবারও সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থা সে রকমই। শুক্রবার জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক অজয় কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা।
২৩ জানুয়ারি থেকে আইসিউ-তে রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। কৃত্রিম ভাবে শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে তাঁর। শুক্রবার জানানো হয়েছে তাঁর দেহে অক্সিজেনের মাত্রা ৯৪ থেকে ৯৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। পাশাপাশি রেমডিসিভিয়ার, স্টেরয়েড ইঞ্জেকশনও দেওয়া হচ্ছে সুরজিৎকে।
মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে সুরজিতের রক্ত সঞ্চালন ঠিক রয়েছে। জ্ঞানও রয়েছে তাঁর। অজয় কৃষ্ণ ছাড়াও সুরজিতের দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্যান্যরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy