Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Heading

মাথা খাটালে বিপদ, ফুটবলে হেড দেওয়া নিষিদ্ধ হতে পারে

আধুনিক ফুটবলে প্রতিনিয়তই কোনও না কোনও বদল লক্ষ করা যাচ্ছে। এ বার জানা গিয়েছে, হয়তো ভবিষ্যতে হেড করাই যাবে না।

ভবিষ্যতে হেড কি দেখা যাবে না

ভবিষ্যতে হেড কি দেখা যাবে না ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১০:০১
Share: Save:

কাজেকর্মে মাথা চালানো ভাল। কিন্তু খেলাধুলোয় নয়।

ফুটবলের কর্তারা বলে ‘হেড’ দেওয়া নিষিদ্ধ করে দিতে পারেন। আজ বা কালই এই নিষেধাজ্ঞা আসবে না। কিন্তু অনেক রকম বিধিনিষেধ দেওয়া হচ্ছে।

হঠাৎ ‘হেড’ করা নিয়ে কেন এত চিন্তা?

বিষয় অনেক। প্রথম, স্বাস্থ্য। ম্যাচ এবং অনুশীলনে ক্রমাগত হেড দেওয়ার ফলে এক শ্রেণির ফুটবলারের মধ্যে স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যাচ্ছে। ফুটবলারদের মধ্যে বাড়ছে ‘ডিমেনশিয়া’ বা স্মৃতিভ্রংশের মতো রোগ। দ্বিতীয়ত, দুর্ঘটনা। আধুনিক বিশ্বে দ্রুত গতির ফুটবলে কোনও দলই কাউকে ছেড়ে কথা বলে না। হেড করতে যাওয়ার সময় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। পরবর্তী কালে খেলোয়াড়দের শারীরিক স্বাস্থ্যে সামগ্রিক ভাবে এর প্রভাব লক্ষ করা যাচ্ছে।

ফুটবলের আইন যারা তৈরি করে, সেই ‘আইএফএবি’ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। ১২ বছরের নীচে ফুটবলাররা যাতে অনুশীলনে বা ম্যাচে হেড না করে, তার জন্য আইএফএবির অনুমতি আদায় করে নিয়েছে ইংল্যান্ডের ফুটবল সংস্থা ‘এফএ’। আপাতত বিষয়টি পরীক্ষামূলক ভাবে দেখা হচ্ছে। পরীক্ষা সফল হলে দু’বছরের মধ্যে অনূর্ধ্ব-১২ ফুটবলারদের হেড দেওয়া পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাবে!

লিয়োনেল মেসি।

লিয়োনেল মেসি। ফাইল ছবি

আইএফএবি জানিয়েছে, রাতারাতি হেড করা তুলে দেওয়ার চেষ্টা তারা করছে না। চেষ্টা হচ্ছে, খুদে ফুটবলাররা যাতে হেড করতে গিয়ে অবাঞ্ছিত কোনও দুর্ঘটনার মধ্যে না পড়ে। বয়স বাড়লে ধীরে ধীরে তাদের হেড করার অনুমতি দেওয়া হবে। ২০২০ সালে এফএ তাদের নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছে, পেশাদার ফুটবলাররা অনুশীলনের সময় সপ্তাহে ১০টির বেশি হেড করতে পারবেন না।

হেড করা এবং ‘ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি’ (সিটিই) আর ডিমেনশিয়ার মধ্যে কোনও সম্পর্ক আছে কি না, তা নিয়ে এফএ ইতিমধ্যেই গবেষণা শুরু করেছে। অতীত পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে, হেডিংয়ের সঙ্গে স্নায়ুরোগের সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০০২ সালে স্নায়ুর রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার জেফ অ্যাশলে। মৃত্যুর পর জানা যায়, তিনি সিটিই-তে ভুগছিলেন।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফাইল ছবি

১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের মধ্যে অন্তত ছ’জনের ডিমেনশিয়া হয়। তাঁদের মধ্যে ববি চার্লটন এখনও জীবিত। ২০১৯ সালে একটি গবেষণায় দেখা যায়, গোলরক্ষক ছাড়া অন্য পজিশনের ফুটবলারদের স্নায়ুর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের থেকে অন্তত সাড়ে তিন গুণ বেশি। দু’বছর পর, অর্থাৎ ২০২১ সালে আরও একটি গবেষণায় দেখা যায়, জীবনের মধ্যভাগে বা তারও আগে-পরে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ডিফেন্ডারদের মধ্যে অনেক বেশি। প্রসঙ্গত, ডিফেন্সে খেলতে গেলে হেড করে বল বিপদসীমার বাইরে করাটা চালু প্রক্রিয়া। রোজ আরও বহু গবেষণা হচ্ছে। গবেষকরা মনে করছেন, সে সব গবেষণা থেকে আরও গুরুত্বপূর্ণ ফলাফল বেরিয়ে আসতে পারে।

বিভিন্ন তথ্য এবং পরিসংখ্যানে বলছে, ভারতীয় ফুটবলে হেড করার পরিসংখ্যানে খুব বেশি পরিবর্তন না হলেও আধুনিক ফুটবলে হেড করার সংখ্যা ক্রমশ কমছে। ভবিষ্যৎ প্রজন্মও হেড করার প্রবণতা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। এখনকার দিনে বেশির ভাগ ফুটবলারই মাটিতে বল রেখে খেলার পক্ষপাতী। ফুটবল কোচেরাও সে ভাবেই দলকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। পেপ গুয়ার্দিওলার মতো কোচেরা ‘প্রেসিং’ এবং ‘পাসিং’ ফুটবলে অনেক বেশি বিশ্বাস করেন।

ফাইল ছবি

আধুনিক ফুটবলে প্রথম সারির দলগুলি এখন চেষ্টা করে আক্রমণের সময় বল ‘ক্রস’ না করার। দুই উইং থেকে ভেতরে ঢুকে এসে সরাসরি গোলে শট নেওয়ার অভ্যাস বাড়ছে। অনেক দল কাউন্টার অ্যাটাকে গোল করার দিকেও ঝুঁকেছে। সেখানে মাঠের দু’প্রান্ত থেকে গোলের সামনে বল ভাসিয়ে দেওয়ার ঘটনাও কমছে। দর্শকদের মধ্যেও সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, তাঁরা এই ধরনের ফুটবল দেখতে বেশি পছন্দ করেন। ফলে ফুটবল মানেই এখন আর ‘গগনে গগনে’ খেলা নয়। আধুনিক কোচেদের মতে, সেখানে বিপদ বেশি। বরং মাটিতে বল রেখে মুন্সিয়ানা যে দল বেশি দেখাতে পারবে, তাদেরই সুবিধা বেশি। মিষ্টি রাখলে মাছি তো ভনভন করবেই। তাই প্লেট থেকে মিষ্টিই সরিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে।

অনেকেই প্রশ্ন করতে পারেন, কর্নার বা ফ্রিকিক আটকানোর ক্ষেত্রে তা হলে ডিফেন্ডাররা কী করবেন? তারও পরিসংখ্যান রয়েছে। আধুনিক ফুটবলে এখন জনপ্রিয় হয়ে উঠেছে ‘শর্ট কর্নার’। আগে ফুটবলাররা বক্সের মধ্যে বল ভাসিয়ে দিতেন, যাতে তাঁর দলের কোনও না কোনও ফুটবলার হেড করে গোল করতে পারতেন। সেই পদ্ধতিও প্রায় ১০ শতাংশ কমেছে। এখন কর্নারের সময় সামনে থাকা কোনও ফুটবলারকে পাস দিয়ে ছোট ছোট আক্রমণে গোল করার প্রবণতা বাড়ছে।

আরও একটি জিনিস আধুনিক ফুটবলে দেখা যাচ্ছে। দূর থেকে বলে শট না মারা। সৌন্দর্যই হোক বা পরিকল্পনা, আধুনিক কোচেরা ফুটবলারদের দূর থেকে শট নিতে বারণ করছেন। তাঁরা তখনই শট নিতে বলছেন, যখন সেই ফুটবলার গোল করার ব্যাপারে প্রায় নিশ্চিত। একই ভাবে, বক্সের বাইরে থেকে হেডে গোল করার ঝোঁকও কমেছে।

হেড করতে গেলে বাড়ছে চোটের প্রবণতা

হেড করতে গেলে বাড়ছে চোটের প্রবণতা ফাইল ছবি

দূর থেকে শট নেওয়া কমে যাওয়ায় বদল এসেছে রক্ষণের ক্ষেত্রেও। আগে বিপক্ষের কোনও ফুটবলারের পায়ে বল থাকলে রক্ষণের ফুটবলাররা তাঁকে ছেঁকে ধরতেন। এখন গোলের ২৫ গজ দূরে কোনও ফুটবলারের পায়ে বল থাকলেও খুব কম ক্ষেত্রেই তাঁকে ঘিরে ধরা হয়। রক্ষণের ফুটবলাররা বুঝে গিয়েছেন, ওই ফুটবলাররা ঝুঁকবেন ছোট পাস খেলার দিকেই। সে ক্ষেত্রে পজিশন ঠিক করে নিয়ে তাঁকে আটকানোর পরিকল্পনা তৈরি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে।

স্বাস্থ্যই হোক বা পরিকল্পনা— ভারতের কোচ-ফুটবলাররা অবশ্য হেড তুলে দেওয়ার পক্ষপাতী নন। প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘মোহনবাগানের হয়ে আমি ৬৭টা গোল করেছি। তার মধ্যে ৩৫টা হেডে। এ ছাড়া, প্রতি বার অনুশীলন করতে নামার সময় অন্তত ৩৫-৪০টা হেড করতাম। কোথাও কোনও দিন সমস্যা হয়নি। আমার মতে, মাথার সঠিক জায়গা দিয়ে হেড করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সময় ঘাড়ের পেশি কোন জায়গায় রয়েছে, তার উপরে অনেক কিছু নির্ভর করে।’’ সুব্রতের আরও নিদান, ‘‘কপালের মাঝখান দিয়ে হেড করাই ভাল। তাতে হেড যেমন শক্তিশালী হয়, তেমন বিপদের সম্ভাবনাও কম থাকে। এমনিতে হেড করতে গিয়ে বিপক্ষ খেলোয়াড়ের মাথার সঙ্গে ঠোকাঠুকি লাগতে পারে। তাতে বিপদ হলেও হতে পারে। আমার এক বার হেড করার পর মাটিতে মাথা ঠুকে গিয়ে চোট লেগেছিল। এ ছাড়া কোনও দিন বড় চোট লাগেনি।’’

নেমার

নেমার ফাইল ছবি

ফুটবলের প্রয়োজনে হেড থাকা উচিত জানিয়ে সুব্রত বলছেন, ‘‘হেড ফুটবল খেলার একটা অংশ। এর মধ্যে একটা সৌন্দর্য রয়েছে। সেটা কমে গেলে আখেরে ক্ষতি হবে ফুটবলেরই। আলাদা করে এতে ভারতীয়দের সুবিধা হবে বলে মনে হয় না। কারণ, খেলাটা পায়ের পাশাপাশি মাথা দিয়েও হয়। গোলকিক মারার পর বেশির ভাগ ক্ষেত্রে হেড করেই তা ক্লিয়ার করতে হয়। যারা ভাবছে হেড কমলে সুবিধা হবে, তারা ভুল ভাবছে।’’

ভারতীয় ফুটবলে হেড করে গোল করা বা ডিফেন্ড করার জন্য এক সময় বিখ্যাত ছিলেন শিশির ঘোষ। খাটো চেহারা হলেও বিপক্ষ ফুটবলারদের নড়তে দিতেন না। প্রাক্তন এই স্ট্রাইকার আনন্দবাজার অনলাইনকে বললেন, “কার কী রোগ হবে, সেটা ভেবে তো হেড করা বন্ধ করে দেওয়া যায় না। হেড না করেও তো ডিমেনশিয়া বা স্নায়ুর রোগ হতে পারে।”

হেড করার দক্ষতার জন্য পরিচিত ছিলেন মেহতাব হোসেন। ইস্টবেঙ্গল, মোহনবাগানে খেলা এই ফুটবলারের বক্তব্য অবশ্য একটু আলাদা। তাঁর কথায়, “বার্সেলোনার মতো দল ছ’সাতটা মিডফিল্ডার নিয়ে পাসিং ফুটবল খেলে গোল করতে পারে। আমাদের পক্ষে সেটা এখনই করা মুশকিল। তবে আধুনিক ফুটবলে অনেক কিছুই বদলাচ্ছে। আমাদের তার সঙ্গে মানিয়ে নিতে হবে।”

হেড করা কমে গেলে ভারতের কোনও সুবিধা হবে বলে মানতে নারাজ মেহতাব। তিনি বলছেন, “সুনীল ছেত্রী অনেক গোল হেডে করেছে। আমরা হংকং বা উজবেকিস্তানের বিরুদ্ধে জিততে পারি। কিন্তু জাপান, কোরিয়ার মতো উন্নত দেশগুলির বিরুদ্ধে খেলতে গেলে শুধু পাসিং ফুটবলের উপর নির্ভর করলে চলবে না। সেখানে সেন্টার করা এবং হেড করা খুবই জরুরি।” একই কথা প্রাক্তন ফুটবলার গৌতম সরকারেরও, “আমি নিজে ছোটখাটো চেহারার। ভাল হেড কোনও দিনই করতে পারতাম না। তা বলে হেড করতে ভয় পাইনি কোনও দিন। হেডে জিততে পারব না, এমন পরিস্থিতি এলে অন্য ভাবে বিপক্ষকে বোকা বানানোর চেষ্টা করতাম। সুধীর কর্মকারও তো ছোটখাটো চেহারার ছিল। মনে করে দেখুন, ও বিপক্ষকে নড়তে দিত না।”

সুব্রত, মেহতাব, গৌতমরা যা-ই বলুন, আধুনিক ফুটবলে ‘হেডিং’ ধীরে ধীরে উঠে গেলে ভারতীয় ফুটবলাররা সম্ভবত বিদেশিদের বিরুদ্ধে পিছিয়ে থাকবেন না। শারীরিক শক্তি ছাড়াও বছরের পর বছর ধরে এই বিষয়টিতে আন্তর্জাতিক ফুটবলে পিছিয়ে থেকেছেন ভারতীয়রা। এ দেশের ফুটবলে যখন বিদেশিরা খেলতে শুরু করেছিলেন, তখন থেকেই দীর্ঘকায় নাইজেরীয় বা ব্রাজিলীয়দের মাঝে ভারতীয় ফুটবলারদের কার্যত লিলিপুটের মতো লাগতে শুরু করেছিল। ফলে বিদেশিদের পাশে হেড করতে উঠে আর বলের নাগাল পেতেন না এ দেশের ফুটবলাররা। এখনও পান না।

মারাদোনার সেই ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ গোল

মারাদোনার সেই ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ গোল ফাইল ছবি

পিকে বন্দ্যোপাধ্যায় এক বার আক্ষেপ করে বলেছিলেন, ‘‘ডান দিকে ছ’ফুট চার ইঞ্চি, বাঁ দিকে ছ’ফুট চার ইঞ্চি। মাঝে এক জন পাঁচ ফুট চার ভাইচুং ভুটিয়া। চচ্চড়ির মশলা দিয়ে তো আর বিরিয়ানি রাঁধা যায় না!’’

দিয়েগো মারাদোনা বিশ্বকাপে হেডের বদলে হাত দিয়ে গোল করেছিলেন। বলে হাত দিলে ‘ফাউল’ হয়। বলে মাথা দিলে যদি ফাউল হয়, তা হলে আগামী দিনের মারাদোনাদের চুরি করার জন্য অন্য ফন্দি বার করতে হবে!

অন্য বিষয়গুলি:

Heading Mehtab Hossain subrata bhattacharya mohun bagan East Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy